সাব্বির আহমেদ শাওন, খুলনা প্রতিনিধিঃ
খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক নগরীর ৫ নং ওয়ার্ডের দরিদ্র শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন। প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা কর্মসূচির আওতায় কেসিসি’র পক্ষ থেকে এ কম্বল বিতরণ করা হয়।
সিটি মেয়র এ সময় প্রত্যেক ওয়ার্ডের ৪’শ ৫০টি পরিবারের মাঝে কম্বল বিতরণ করেন। নগর আওয়ামী লীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুর ইসলাম বন্দ,মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মাকসুদ আলম খাজা, নগর আওয়ামী লীগের সদস্য বীর মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন, কেসিসি’র কাউন্সিলর শেখ মোহাম্মদ আলী, সংরক্ষিত মহিলা কাউন্সিলর সাহিদা বেগম, ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শেখ মুফিজুর রহমান হিরু, সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, ওয়ার্ড আওয়ামী লীগ নেতা শহীদুল ইসলাম সেলিম, রানা পারভেজ সোহেল, সাব্বির আহমেদ শাওন, শাকিল বিন আলম, সাংবাদিক মিল্টন হোসেন, সাংবাদিক আশিকুর রহমান, বেলাল হোসেন, মিলন সেখ, বাবলু হাওলাদার, মহিলা সম্পাদিকা মেরি সহ আওয়ামী লীগের স্থানীয় নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।