প্রিন্ট এর তারিখঃ জুলাই ১১, ২০২৫, ১০:১৭ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ৩, ২০২২, ৯:৫৫ অপরাহ্ণ
কোটালীপাড়ায় চন্দ্রিকা জ্ঞান পাঠাগারের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

কোটালীপাড়া প্রতিনিধি:
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় চন্দ্রিকা জ্ঞান পাঠাগারের ৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।এ উপলক্ষে আজ(৩ জানুয়ারি) সোমবার উপজেলার কলাবাড়ী ইউনিয়নের কুমরিয়া গ্রামে অবস্থিত পাঠাগার চত্ত্বরে সকাল ১০টায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।পাঠাগারটির প্রতিষ্ঠাতা সভাপতি সুনীল কুমার গাঙ্গুলীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত চেয়ারম্যান অ্যাডভোকেট বিজন বিশ্বাস ,শচীন বিশ্বাস,লক্ষীকান্ত রায়, সুশীল বাগচী, অভিজিৎ গাঙ্গুলী, শংকর বাড়ৈ, মহিলা মেম্বার প্রার্থী বিউটি হালদার, শিক্ষিকা গৌরী রণী বাড়ৈ,আশীষ বক্তব্য রাখেন ।
এডভোকেট বিজন বিশ্বাস নবধারা কে বলেন, চন্দ্রিকা জ্ঞান পাঠাগারের প্রতিষ্ঠাতা সুনীল গাঙ্গুলী একজন জ্ঞানের ফেরিওয়ালা। তিনি ২০১৪ সালে নীজ উদ্যোগে কলাবাড়ী ইউনিয়নের কুমুরিয়া গ্রামে একটি পাঠাগার প্রতিষ্ঠা করেন। পাঠাগারটি একটি ব্যতিক্রমধর্মী পাঠাগার। এই পাঠাগারে পাঠকদের এসে বই পড়তে হয় না। সুনীল কুমার গাঙ্গুলী বই নিয়ে পাঠকদের বাড়ি বাড়ি যান। বই পড়া শেষ হলে তিনি আবার নতুন বই দিয়ে পুরান বই নিয়ে আসে। আমি এই পাঠাগারটির উন্নয়নে সমাজের বিত্তবানদের এ গিয়ে আসার অনুরোধ করছি।
পাঠাগারের সভাপতি সুনীল কুমার গাঙ্গুলী বলেন, আমি এই পাঠাগারটি প্রতিষ্ঠিা করার একটাই লক্ষ্য, জ্ঞানপিপাসু মানুষদের যেন আত্মার ক্ষুধা মেটাতে পারি। সকলের সহযোগিতার কামনা করছি, যেন পাঠাগারটি পাঠকদের মাঝ থেকে হারিয়ে না যায়।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.