শফিকুল ইসলাম সাফা, চিতলমারীঃ
বাগেরহাটের চিতলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মারুফুল আলম পদন্নোতি পেয়ে এডিসি হয়ে খুলনা জেলায় বদলি হওয়ায় চিতলমারী উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে তাকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। শুক্রবার সন্ধা সাড়ে ৭টায় চিতলমারী উপজেলা প্রেসক্লাবের নিজস্ব কার্যলয়ে আনুষ্ঠানিক ভাবে এ বিদায় সংবর্ধনা প্রদান করা হয়।
এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মারুফুল আলম বলেন, আমি চিতলমারীর মানুষের ভালোবাসায় সিক্ত। আমি এ উপজেলায় আপনাদের ১৯ মাস সেবা করতে পেরেছি। এ অল্প সময়ে আমিও আপনাদের ভালবাসা পেয়ে ধন্য হয়েছি। আমি চিতলমারীকে অনেকদিন মনে রাখবো।এ সময় তিনি সাংবাদিক, রাজনৈতিক ব্যক্তিত্ব ও সকল সরকারী কর্মকর্তা কর্মচারীকে সহযোগীতা করার জন্য ধন্যবাদ জানান।
প্রেসক্লাবের সভাপতি প্রদীপ মন্ডলের সভাপতিত্বে সাধারন সম্পাদক তাওহীদুর রহমান বাবুর সঞ্চলনায় এ সময় সম্মানিত অতিথি হিসেবে উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ মামুন হাসান, থানার অফিসার ইনচার্জ মীর শরিফুল হক,উপজেলা আ’লীগ সভাপতি মোঃ বাবুল হোসেন খান, সাধারন সম্পাদক পীযুষ কান্তি রায়,সরকারী বঙ্গবন্ধু কলেজের আধ্যক্ষ বাবুল মিয়া,ভাইস চেয়ারম্যান এস,এম, মাহাতাবুজ্জামান, সদর ইউপি চেয়ারম্যান শেখ নিজাম উদ্দিন,বীর মুক্তিযোদ্ধা শেখ বেল্লাল হোসেন, সুখময় ঘরামী,অবনী মোহন বসু, সাংবাদিক পংকজ মন্ডল,সাংবাদিক এস,এস সাগর, সাংবাদিক শফিকুল ইসলাম সাফা, কলাতলা ইউনিয়ন আ’লীগ সভাপতি শেখ বদসা মিয়া,উপজেলা যুবলীগ আহবায়ক মোঃ নজরুল ইসলাম, ছাত্রলীগ সভাপতি রিয়াজুল ইসলাম রিয়াদ মুন্সি, সাধারন সম্পাদক রবিন হিরা প্রমুখ বক্তব্য রাখেন।