শরিফুল ইসলাম নড়াইলঃ
নড়াইলের লোহাগড়া উপজেলার লাহুড়িয়া গ্রামে পানিতে ডুবে দুই ভাইবোনের মৃত্যু হয়েছে। শনিবার(১৩ ফেব্রয়ারী) রাত ৯টার দিকে বাড়ির পাশের পুকুর থেকে তাদের মৃতদেহ উদ্ধার করা হয়।
এলাকাবাসী সুত্রে জানা গেছে, লাহুড়িয়া গ্রামের তারিক মোল্যার স্ত্রী মুন্নী বেগম শনিবার সন্ধ্যায় হাস ঘরে না আসায় প্রতিবেশির বাড়িতে খুঁজতে যান। বাড়ীতে ফিরে চার বছর বয়সী ছেলে তানজিল ও আড়াই বছর বয়সী মেয়ে তাসনিমকে না পেয়ে মনে করেন তার দাদীর সাথে আশে পাশের কোনো বাড়িতে বেড়াতে গিয়েছে। রাত সাড়ে ৭টার দিকে শিশু দুটির দাদী একা বাড়িতে ফেরায় তারা খুজতে বের হন। এক পর্যায়ে বাড়ির পাশে পুকুর থেকে তাদের মৃতদেহ উদ্ধার করে পরিবারের সদস্যরা।
লাহুড়িয়া পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই আব্দুল জলিল বলেন, খবর শুনে ঘটনাস্থল পরিদর্শণ করেছি। শিশু দুটির পিতা লাহুড়িয়া বাজারে দর্জিও কাজ করেন।
পরিবারের কোন আপত্তি না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মৃতদেহ দাফনের অনুমতি দেয়া হয়েছে।