প্রিন্ট এর তারিখঃ জুলাই ১১, ২০২৫, ৯:৫৫ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ১২, ২০২২, ১:০৮ অপরাহ্ণ
দুমকিতে সেনাবাহিনীর ৭ পদাতিক ডিভিশনের শীত বস্ত্র বিতরণ

মোঃ জসিম উদ্দিন, দুমকি (পটুয়াখালী) প্রতিনিধিঃ
পটুয়াখালী জেলার দুমকি উপজেলায় বাংলাদেশ সেনাবাহিনীর ৭ পদাতিক ডিভিশন কর্তৃক হতদরিদ্র শীতার্ত পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
গতকাল ১১ জানুয়ারি মঙ্গলবার "শীতকালীন প্রশিক্ষণ ২০২১/২০২২" চলাকালে পটুয়াখালী জেলার দুমকি উপজেলার প্রশিক্ষণ এলাকার স্থানীয় শীতার্তদের মাঝে ৭ পদাতিক ডিভিশনের অধীনস্ত ২৮ পদাতিক বিগ্রেডের সার্বিক তত্ত্বাবধানে সন্ধ্যায় সরকারি জনতা কলেজ মাঠে শীতবস্ত্র বিতরণ করা হয়।
বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিওসি ৭ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার বরিশাল এরিয়া মেজর জেনারেল খান ফিরোজ আহমেদ, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি। এছাড়াও ২৮ পদাতিক বিগ্রেড অধিনায়ক, ৬৬ ই বেঙ্গল, উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং ইউপি চেয়ারম্যান সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উক্ত অনুষ্ঠানে ৫০০ শীতবস্ত্র বিতরণ করেন এবং স্থানীয় এলাকার সহায়তায় সেনাবাহিনীর এরূপ কার্যক্রম অব্যহত রাখার আশ্বাস দেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.