Nabadhara
ঢাকাবুধবার , ১২ জানুয়ারি ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

মোল্লাহাটে নারী উদ্যোক্তাদের ব্যবসা সম্প্রসারণে প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

Bayzid Saad
জানুয়ারি ১২, ২০২২ ৫:৪৪ অপরাহ্ণ
Link Copied!

মোল্লাহাট  প্রতিনিধিঃ

বাগেরহাটের মোল্লাহাট উপজেলার ক্ষুদ্র নারী উদ্যোক্তাদের ব্যবসা সম্প্রসারণ বিষয়ক সপ্তাহ ব্যাপী প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন, স্থানীয় সরকার বিভাগ ও জাইকার আয়োজনে সপ্তাহব্যাপী এ প্রশিক্ষণের সমাপনী বুধবার দুপুর ১২ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে  অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ ওয়াহিদ হোসেনের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান শাহিনুল আলম ছানা। বিশেষ অতিথি ছিলেন, মহিলা ভাইস চেয়ারম্যান রুবিয়া বেগম।

এছাড়া উপস্থিত ছিলেন, ইউপি চেয়ারম্যান শেখ রেজাউল কবির ও শেখ রফিকুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস, এম, মিজানুর রহমান ও সমবায় কর্মকর্তা এবিএম মোর্শেক আহমেদ,
প্রেসক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান, জৈষ্ঠ্য সহ-সভাপতি শরীফ মাসুদুল করিম ও যুগ্ম-সাধারণ সম্পাদক শাহিনুর ইসলাম শাহিন, উপজেলা ডেভেলপমেন্ট ফ্যাসিলিটেটর (ইউ ডি এফ) নুরজাহান খাতুন, মহিলা বিষয়ক কর্মকর্তা রুনীয়া আক্তার ও তথ্য আপা যুথিকা বিশ্বাস প্রমূখ।
অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান শাহীনুল আলম ছানা বলেন, আপনারা ঘরে বসে থাকবেন না, এ প্রশিক্ষণের মাধ্যমে যে জ্ঞান অর্জন করেছেন, তা কাজে লাগাবেন, এতে প্রয়োজনে সহযোগিতা করা হবে।

অনুষ্ঠানের সভাপতি উপজেলা নির্বাহী অফিসার মোঃ ওয়াহিদ হোসেন নবধারা কে বলেন, প্রশিক্ষণ লব্ধ জ্ঞান কাজে লাগিয়ে যেমন আপনাদের জীবন মান ও অর্থনৈতিক উন্নয়ন করতে পারবেন, তেমন প্রধানমন্ত্রী ঘোষিত উন্নত বাংলাদেশ বিনির্মাণে অবদান রাখতে পারবেন। আর যদি কাজ না করেন তাহলে নিজের/ পারিবারিক / সামাজিক কোনো ক্ষেত্রেই উন্নয়ন/সফল হতে পারবেন না।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।