Nabadhara
ঢাকাবুধবার , ১২ জানুয়ারি ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলের কালিয়ায় স্কুল নির্বাচন সম্পন্ন মেহেদী পরিষদ ৩ ও ঐক্যের ২ জন জয়ী

Bayzid Saad
জানুয়ারি ১২, ২০২২ ১০:৩৯ অপরাহ্ণ
Link Copied!

মোঃ জিহাদুল ইসলাম, নড়াইলঃ

নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতী থানার আদর্শ সম্মিলনী ইউনিয়ন বিদ্যপিঠে ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। ১২ জানুয়ারী (বুধবার) সকাল ১০ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারিতে এ ভোট গ্রহন নির্বিঘ্নে অনুষ্ঠিত হয়। নড়াগাতী থানার নবাগত ওসি সুকান্ত সাহা নির্বাচন পর্যবেক্ষন করেন।

এ নির্বাচনে ৬৫১ জন ভোটের বিপরীতে শেখ মেহেদী হাসান প্যানেলে ৪ জন, ঐক্যের প্যানেলে ৪ জন ও স্বতন্ত্র প্রার্থী হিসাবে ৩ জনসহ মোট ১১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এছাড়া মেহেদী হাসান প্যানেলের মহিলা অভিভাবক সদস্য হিসাবে রেশমা বেগম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। নির্বাচন শেষে প্রিজাইডিং অফিসার ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার এম, এম শরাফত হোসেন নির্বাচন সংশ্লিষ্ট সকল কর্মকর্তা, কর্মচারী, আইনশৃঙ্খলা বাহিনীসহ সকলকে একটি সুষ্ঠু ও সুন্দর নির্বাচন উপহার দেওয়ার জন্য ধন্যবাদ জ্ঞাপন করে ফলাফল ঘোষণা করেন। এ নির্বাচনে মেহেদী হাসান পরিষদের ৪ নং ব্যালটধারী মোঃ কামরুজ্জামান ১৭৩ ভোট ও ৫ নং ব্যালটধারী তোতা শিকদার ১৭১ ভোট পেয়ে ১ম ও ২য় হয়েছেন এবং ঐক্য পরিষদের ১১ নং ব্যালটধারী হাসিকুল ফকির ১৬২ ভোট ও ১ নং ব্যালটধারী মোঃ আলমগীর খান ১৬১ ভোট পেয়ে ৩য় ও ৪র্থ হয়েছেন।

প্রকাশ থাকে যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত মহিলা অভিভাবক সদস্যসহ নির্বাচিত ৫ জন ও ৩ জন শিক্ষক কমিটির সদস্যদের সংখ্যা গরিষ্ঠের সমর্থনে সভাপতি নির্বাচিত হবেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।