Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ১৩ জানুয়ারি ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

কোটালীপাড়ার রামশীল ইউপি নির্বাচনে প্রার্থীতা ফিরে পেতে মেম্বার প্রার্থীর হাইকোর্টে রিট

Bayzid Saad
জানুয়ারি ১৩, ২০২২ ৬:৫২ অপরাহ্ণ
Link Copied!

কোটালীপাড়া  প্রতিনিধিঃ
গোপালঞ্জের কোটালীপাড়া উপজেলার রামশীল ইউপি নির্বাচনে প্রার্থীতা ফিরে পেতে হাইকোর্টে রিট করেছেন ৩নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী মনিমোহন ওঝা।
আজ বৃহস্পতিবার মনিমোহন ওঝা হাইকোর্টে এ রিটটি দায়ের করেন। রিট নং ৭৫২। আগামী রবিবার রিটটির শুনানী অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন তার আইনজীবী এ এইচ এম খলিলুল্লাহ সজীব।
মনিমোহন ওঝা জানান, ষষ্ঠ ধাপের ইউপি নির্বাচনে রামশীল ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ডের প্রতিন্দ্বন্দ্বি মেম্বার প্রার্থী হিসেবে তিনি ৩জানুয়ারি মনোনয়নপত্র জমা দেন। ৬জানুয়ারি মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের দিন উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রামশীল ইউনিয়ন পরিষদ নির্বাচনের রিটানিং অফিসার খায়রুল হাসান তার মনোনয়নপত্র বাতিল করেন। এ বিষয়ে তিনি ৭জানুয়ারি গোপালগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তা ফয়জুল মোল্লার কাছে আপিল করেন। ১১জানুয়ারি আপিল শুনানীতে এখানেও তার মনোনয়নপত্র বাতিল করা হয়।
তিনি বলেন, মনোনয়নপত্রের (ঢ) ফরমের শেষ পাতায় স্বাক্ষরের স্থানে শুধু মনিমোহন লেখার কারণে আমার মনোনয়নপত্রটি বাতিল করা হয়েছে। যাহা সম্পূর্ণ উদ্দেশ্যমূলক। এ জন্য আমি হাইকোর্টে রিট করেছি। আশা করি আমি আমার প্রার্থীতা ফিরে পাবো।
কোটালীপাড়া উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রামশীল ইউনিয়ন পরিষদ নির্বাচনের রিটানিং অফিসার খায়রুল হাসান বলেন, (ঢ) ফরমের শেষের পাতায় প্রার্থীর পূর্ণ নাম এবং স্বাক্ষর থাকার কথা। এখানে তিনি শুধু স্বাক্ষর করেছেন। যার কারণে তার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।