শফিকুল ইসলাম সাফা, চিতলমারীঃ
পদোন্নতি পেয়ে বদলিজনিত কারণে বাগেরহাটের পুলিশ সুপার পংকজ চন্দ্র রায় (পিপিএম) কে আনুষ্ঠানিক ভাবে বিদায়ী সংবর্ধনা দিয়েছেন চিতলমারী থানা পুলিশ।
গতকাল সোমবার বেলা সাড়ে ১১টয় চিতলমারী থানা মিলনায়তনে ওসি মীর শরিফুল হকের সভাপতিত্বে সংবর্ধণা অনুষ্ঠানে আলোচনা সভার আয়োজন করা হয়। এসময় বক্তব্য রাখেন বিদায়ী পুলিশ সুপার পংকজ চন্দ্র রায়, অতিরিক্ত পুলিশ সুপার মো: সাকিল আহম্মেদ, উপজেলা পরিষদ চেয়ারম্যান অশোক কুমার বড়াল, বিদায়ী ইউএনও মোঃ মারুফুল আলম, স্বাস্থ্য ও প:প: কর্মকর্তা ডা: মামুন হাসান, উপজেলা আ’লীগ সভাপতি মোঃ বাবুল হোসেন খান, উপজেলা পুলিশিং কমিটির সভাপতি আধ্যক্ষ মহাসিন রেজা, মহিলা ভাইস চেয়ারম্যান সাবেরা স্বনা, সদর ইউপি চেয়ারম্যান শেখ নিজাম উদ্দিন উপজেলা প্রেস ক্লাবের সভাপতি প্রদীপ মন্ডল প্রমুখ।
অনুষ্ঠানে পুলিশ সুপার পংকজ চন্দ্র রায় (পিপিএম) বাগেহাটে দীর্ঘ ১০ বছর কর্মরত সময় প্রশাসনিক কর্মের পাশে মানবিক ও সামাজিক কাজে তার অবদান আর আইনশৃঙ্খলা সঠিক রাখতে তার কঠোর দিক নির্দশনার কথা তুলে ধরেন বক্তারা। অনুষ্ঠান শেষ পর্বে তাকে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়।