Nabadhara
ঢাকামঙ্গলবার , ১৮ জানুয়ারি ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

বশেমুরবিপ্রবিতে ভর্তি ৩৬০ জন; আসন ফাঁকা ১০২৮ টি

Bayzid Saad
জানুয়ারি ১৮, ২০২২ ১২:২১ পূর্বাহ্ণ
Link Copied!

মেজবা রহমান,স্টাফ রিপোর্টারঃ

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) মেধাতালিকায় থাকা ১৩৮৮ জন ভর্তিচ্ছুদের মধ্যে ভর্তি হয়েছেন ৩৬০ জন শিক্ষার্থী। কোটা বাদে আসন ফাঁকা রয়েছে ১০২৮ টি।

সোমবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা মোঃ মাহবুবুল আলম এ তথ্য জানান।

তিনি জানান, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে (কোটাবাদে) এখনো ১০২৮ টি আসন ফাঁকা রয়েছে। বিভিন্ন বিভাগের আসন ফাঁকা থাকা সাপেক্ষে পুনরায় ভর্তি করা হবে।

এর আগে বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, আসন শূন্য থাকা সাপেক্ষে অপেক্ষমান শিক্ষার্থীদের তালিকা আগামী ১৯ জানুয়ারি প্রকাশিত হবে। তাদের সাক্ষাৎকার আগামী ২৩ জানুয়ারি সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। এরপরে আসন শূন্য থাকা সাপেক্ষে পরবর্তীতে অপেক্ষমান শিক্ষার্থীদের তালিকা প্রকাশিত হবে।

এছাড়াও মুক্তিযোদ্ধা, ওয়ার্ড, প্রতিবন্ধি ও উপজাতি কোটায় চান্স প্রাপ্ত শিক্ষার্থীদের সাক্ষাৎকার আগামী ২৫ জানুয়ারি সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

 

 

 

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।