স্টাফ রিপোর্টার, চিতলমারীঃ
বাগেরহাটের চিতলমারীর খাসেরহাট বাজারে অগ্নিকান্ডে ৪টি দোকান ঘর ভস্মীভূত হয়েছে। সোমবার দিবাগত রাত ২টার দিকে আগুনের সুত্রপাত হয়।
এসময় আগুনে পুড়ে নগদ টাকা, মালামাল, স্বর্ণালঙ্কার সহ প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা যায়।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে টুঙ্গিপাড়া ও বাগেরহাট ফায়ার সার্ভিসের ২টি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এসময় অগ্নিকান্ডে বাজারের বিকাশ মজুমদার, দুলাল মন্ডল, সেফালী মন্ডল, বিকাশ বড়ালের দোকান ঘর ভষ্মিভূত হয়ে যায়।
খবর পেয়ে চিতলমারী উপজেলা পরিষদ চেয়ারম্যান অশোক কুমার বড়াল, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মারুফুল আলম, সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল আফরোজ স্বর্ণা, অফিসার ইনচার্জ মীর শরিফুল হক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবুল হোসেন খান, সাধারণ সম্পাদক পীযূষ কান্তি রায় ঘটনাস্থল পরিদর্শন করেন।