প্রিন্ট এর তারিখঃ জুলাই ২, ২০২৫, ১:৩৭ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ২৬, ২০২২, ১১:৩৭ অপরাহ্ণ
খুলনার দৌলতপুরে পিস্তল, গোলাবারুদ ও বোমা উদ্ধার

নগরীর দৌলতপুরস্হ পাবলা বনিকপাড়া মৌচাক টাওয়ার এর পশ্চিম পাশের গলির সূর্য ছাত্রাবাসের একটি কক্ষ হতে অচল পিস্তল ও গোলাবারুদ উদ্ধার করেছে দৌলতপুর থানা পুলিশ।
গোপন সংবাদের ভিত্তিতে থানার অফিসার ইনচার্জ এর নির্দেশক্রমে এসআই হুমায়ুন, রফিকুল ইসলাম, মোবাইল ডিউটি অফিসার হাফিজুর রহমান মুন্সী সহ এএসআই উদ্ভবের সমন্বয়ে গঠিত বিশেষ অভিযানিক টিমটি ঘটনাস্থল হতে একটি অচল পিস্তল, ১৮ রাউন্ড গুলি, বোমা সাদৃশ্য একটি বস্তু ও বোমা তৈরির সরঞ্জামাদি উদ্ধার করে।
দৌলতপুর থানার ওসি মোঃ নজরুল ইসলাম জানান, ঘটনার খবর পাওয়া মাত্রই আমি ঘটনাস্থলে পৌচ্ছায় এবং অস্ত্র গোলাবারুদ উদ্ধার করি। যেহেতু একটি বোমা সাদৃশ্য বস্তু পাওয়া গিয়েছে তাই RAB-6 বোমা disposal unit কে খবর দেয়া হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.