নবধারা প্রতিনিধিঃ
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশ জ্বালানী ও বিদ্যুৎ গবেষনা কাউন্সিলের চেয়ারম্যান (সচিব), বিদ্যুৎ বিভাগ, ঢাকা জাকিয়া সুলতানা ।
আজ বুধবার সকালে তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুস্পস্তাবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন এবং বঙ্গবন্ধু ও ৭৫ সালে ১৫ আগষ্ট তার পরিবারের শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন।
এ সময় বাংলাদেশ জ্বালানী ও বিদ্যুৎ গবেষনা কাউন্সিলের উপ-সচিব মোঃ নুরুল ইসলাম, গোপালগঞ্জের এন.ডি.সি মিলন সাহা, টুঙ্গিপাড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোঃ দেদারুল ইসলাম, থানার অফিসার ইনচার্জ এ,এফ এম নাসিম সহ অনান্য ব্যক্তিবর্গ উপস্থিত