Nabadhara
ঢাকাবুধবার , ১৭ ফেব্রুয়ারি ২০২১
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

মুক্তিযোদ্ধাদের সর্বচ্চ সম্মান দিয়েছে আওয়ামী লীগ – মুকসুদপুরে ফারুক খান

MEHADI HASAN
ফেব্রুয়ারি ১৭, ২০২১ ৯:১৩ অপরাহ্ণ
Link Copied!

মুকসুদপুর প্রতিনিধিঃ

বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মুহাম্মদ ফারুক খান এম.পি বলেছেন, মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগের মধ্য দিয়ে আজ আমরা বাঙ্গালী, আজ আমরা বাংলাদেশী হিসেবে বিশ্বের বুকে মাথা উচু করে দাঁড়াতে পেরেছি। সেই বীর মুক্তিযোদ্ধাদের ভাতা ১২ হাজার টাকা থেকে বাড়িয়ে ২০ হাজার টাকা করেছেন প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। আগামী ৫ বছরের মধ্যে মুক্তিযোদ্ধাদের সন্মানী ভাতা আরও বাড়ানো হবে। আপনারা প্রধানমন্ত্রীর জন্য দোয়া করবেন।

আজ বুধবার সকালে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার জোবায়ের রহমান রাশেদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যন্যের মধ্যে মুকসুদপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান কাবির মিয়া, মুকসুদপুর থানার ওসি আবু বকর মিয়া, মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রবিউল আলম শিকদার, মুকসুদপুর পৌরসভার মেয়র এ্যাড আতিকুর রহমান মিয়া, উপজেলা প্রোকৌশলী সচিন কুমার দত্ত প্রমুখ বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে মুক্তিযোদ্ধারা, উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগ এবং অঙ্গ সঙ্গঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

২ কোটি ৪০ লাখ টাকা ব্যয়ে নির্মিত সম্প্রসারিত উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে রয়েছে আধুনিক কনফারেন্স রুম, কমিউনিটি সেন্টার ও মুক্তিযোদ্ধাদের দাপ্তরিক কার্যক্রমের জন্য অফিস রুম।

এ ছাড়া মুহাম্মদ ফারুক খান, এমপি দিনব্যাপী মুকসুদপুর উপজেলার বিভিন্ন উন্নয়ন কার্যক্রম পরিদর্শন ও বিভিন্ন ভবন, সড়ক এবং ব্রিজ উদ্বোধন করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।