Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ১৮ ফেব্রুয়ারি ২০২১
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

মুকসুদপুরে পাথর বোঝাই ট্রাক উল্টে চালকসহ নিহত ২জন

MEHADI HASAN
ফেব্রুয়ারি ১৮, ২০২১ ৪:৪৫ অপরাহ্ণ
Link Copied!

মুকসুদপুর প্রতিনিধিঃ

গোপালগঞ্জের মুকসুদপুরে পাথর বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে চালকসহ ২ জন নিহত এবং ১জন আহত হয়েছেন।আজ বৃহস্পতিবার ভোরে ঢাকা-বরিশাল মহাসড়কের টেকেরহাট বন্দর সংলগ্ন মুকসুদপুর উপজেলার চরপ্রসন্নদী ব্রীজের কাছে এ দুর্ঘটনা ঘটে।

মুকসুদপুর থানার সিন্ধিয়াঘাট পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোঃ আব্দুস সালাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন, কুষ্টিয়া জেলার ফুকসা এলাকার মুছা মৃধার ছেলে ট্রাক চালক সজীব মৃধা (২৩) ও ঝিনাইদহ জেলার মধুপুর উপজেলার চাপরাইন এলাকার ওমর ফারুকের ছেলে ট্রাক শ্রমিক শাহিন (২৫)।

পুলিশ ও স্থানীয়রা জানায়, আজ বৃহস্পতিবার ভোর ৪ টার দিকে বরিশালগামী পাথর বোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রন হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে উল্টে যায়। এতে ট্রাকের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এ সময় চালক সজীব মৃধা ট্রাকের ভিতর চাপা লেগে ঘটনাস্থলেই নিহত ও ট্রাক শ্রমিক শাহিনসহ ২ জন গুরুতর আহত হন।

আহত ট্রাক শ্রমিকদের মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে মাদারীপুরের রাজৈর হাসপাতালে নেয়া হলে শাহিনকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন। পরে খবর পেয়ে ফরিদপুরের ভাঙ্গা থানা হাইওয়ে পুলিশ ও রাজৈর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে উদ্ধার কাজ চালায় এবং যানচলাচল স্বাভাবিক করে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।