কালিয়া / নড়াইল প্রতিনিধিঃ
বোনের বাড়িতে জমির শালিস দেখতে গিয়ে সন্ত্রাসীদের হামলায় আহত নড়াইলের কালিয়ার পাটেশ্বরী জামে মসজিদের ইমাম আল আমিন শেখ (২৮) ২০ ফেব্রুয়ারী (শনিবার) সকালে ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। সে উপজেলার মহিষখোলা গ্রামের আবুল হোসেন শেখের ছেলে।
ওই ঘটনায় কালিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। এর আগে গত ১৬ ফেব্রুয়ারী সন্ত্রাসীদের হামলায় নিহত ইমামসহ ৮ জন আহত হন। পুলিশ ও স্থানীয়রা জানান, উপজেলার মষিখোলা গ্রামের রেজাউল বিশ্বাস ও মাহাবুবুর রহমান কালুর মধ্যে দীর্ঘ দিন যাবত জমির বিরোধ চলে আসছিল। এরই মধ্যে কালু রেজাউলের উঠান দখল করে একটি বাথরুম তৈরী করতে গেলে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করতে থাকে।
বিরোধটি মিমাংশার জন্য গত ১৬ ফেব্রুয়ারী বিকাল সাড়ে ৪ টার দিকে স্থানীয়রা উভয় পক্ষকে নিয়ে সেখানে শালিস বৈঠকে বসেন। বোনের বাড়ির শালিশ বৈঠক শুনতে ও দেখতে রেজাউলের শ্যালক আল আমিন সেখানে যান। শালিস বৈঠকে এক পর্যায়ে কথাকাটাকাটির জের ধরে কালু গ্রুপ রেজাউল গ্রুপের উপর হামলা চালালে আল আমিনসহ আন্তত ৮ জন আহত হন। আহতদেরকে কালিয়া ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আহতদের মধ্যে আল আমিনের অবস্থা আশংকা জনক হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করার পর আজ সকাল ১১ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ ঘটনায় নিহতের ভাই মো. লাহু শেখ বাদি হয়ে ২৪ জনের নাম উল্লেখসহ অঞ্জাত নামা ৬ জনকে আসামী করে একটি মামলা দায়ের করেছেন।
কালিয়া থানার ওসি শেখ কনি মিয়া বলেছেন, মসজিদের ইমাম হত্যার ঘটনায় একটি মামলা দায়ের হয়েছে। ইতিমধ্যে তিন জনকে আটক করা হয়েছ এবং বাকিদের ধরতে পুলিশের সাড়াশি অভিযান অব্যাহত রয়েছে।