মোঃ জিহাদুল ইসলাম, কালিয়া ( নড়াইল) প্রতিনিধিঃ
মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক বীর মুক্তিযোদ্ধা শহীদ আব্দুস সালাম ও মনোয়ারা সালাম ফাউন্ডেশন এর উদ্যোগে নড়াইলের কৃতি শিক্ষার্থীদের মাঝে উপবৃত্তি ও শীতবস্ত্র প্রদান করা হয়েছে। ২০ ফেব্রুয়ারী (শনিবার) দুপুর ১২টায় কালিয়ায় নিজ বাসভবনে এ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এ সময় প্রধান অতিথি হয়ে শিক্ষার্থীদের মাঝে নগদ উপবৃত্তি ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ হাসানুজ্জামাম কল্লোল। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ সচিব শেখ মুসলিমা মুন, কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাজমুল হুদা, কৃষি কর্মকর্তা সুবীর কুমার দাস, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক শহীদ আব্দুস সালামের মেয়ে এবং জামাতাসহ স্হানীয় বীরমুক্তিযোদ্ধারা।
এ সময় শেখ মুসলিমা মুন নবধারাকে বলেন, আমার বাবা শহীদ আঃ সালাম দেশের জন্য প্রাণ দিয়ে শহীদ হয়েছেন। তার স্বপ্ন ছিল কালিয়ার জনপদকে শিক্ষিত জাতি হিসেবে গড়ে তোলা। আর তার স্বপ্নকে বাস্তবায়ন করার লক্ষ্যে কালিয়ার একমাত্র সরকারি শহীদ আঃ সালাম ডিগ্রী কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল। আমাদের পরিকল্পনা, ভবিষ্যতে আমার মায়ের নামে একটি মহিলা কলেজ প্রতিষ্ঠা করব এর জন্য সকলের সহযোগিতা কামনা করছি।