নবধারা প্রতিনিধিঃ
অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার চেতনা নিয়ে গোপালগঞ্জে মহান শহীদ ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহর রাত ১২টা এক মিনিটে পৌর পার্কের কেন্দ্রীয় শহীদ মিনারে প্রথমে জেলা প্রশাসক শাহিদ সুলতানা ও পুলিশ আয়েশা সিদ্দিকা ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।
এরপর জেলা পরিষদ, আওয়ামী লীগ, ছাত্রলীগ, গণপূর্ত বিভাগ, গোপালগঞ্জ পৌরসভাসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। রাত উপেক্ষা করে শহীদদের শ্রদ্ধা জানাতে শহীদ মিনার চত্ত্বরে ভীড় জমায় শিশু, নারী, পুরুষসহ স্বর্বস্তরের মানুষ।