শফিকুল ইসলাম সাফা, চিতলমারীঃ
বাগেরহাটের চিতলমারীতে রবিবার যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। এছাড়া আলোচনা সভা ও চিত্রাঙ্কন প্রতিযোগীতাসহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
একুশের প্রথম প্রহরে চিতলমারী কেন্দ্রীয় শহীদ মিনারে শেখ হেলাল উদ্দিন এমপির পক্ষে উপজেলা আওয়ামী লীগ,এরপর উপজেলা পরিষদ চেয়ারম্যান অশোক কুমার বড়াল, উপজেলা নির্বাহী অফিসার মো: মারুফুল আলম, সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল আফরোজ স্বর্ণা, ওসি মীর শরিফুল হক, উপজেলা আ’লীগ সভাপতি বাবুল হোসেন খান, সাধারন সম্পাদক পীযূষ কান্তি রায়, জেলা পরিষদ সদস্য মোহন আলী বিশ্বাস,যুবলীগ আহবায়ক নজরুল ইসলাম, যুগ্ম আহবায়ক এস,এম মাহাতাবুজ্জামান, ছাত্রলীগ সভাপতি রিয়াজুল ইসলাম রিয়াদ মুন্সি, সাধারন সম্পাদক রবিন হিরা পুস্পমাল্য অর্পন করেন।
এছাড়া চিতলমারী উপজেলা প্রেসক্লাব সহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠন, ব্যাবসায়ী ও পেশাজীবী সংগঠন পুষ্পমাল্য অর্পণ করেন।সকাল সাতটায় প্রভাত ফেরী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।