মোঃ জিহাদুল ইসলাম কালিয়া( নড়াইল) প্রতিনিধিঃ
আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহীদ দিবস পালন উপলক্ষ্যে নড়াইলের কালিয়া উপজেলার মধুমতি আদর্শ বিদ্যালয়ে প্রায় নয় লক্ষ টাকা ব্যয়ে নবনির্মিত শহীদ মিনারের শুভ উদ্বোধন করা হয়েছে। আজ রবিবার (২১ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় বিদ্যালয় চত্বরে এ শহীদ মিনারের শুভ উদ্বোধন করেন যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের উপ- পরিচালক নীভা রানী পাঠক।
উদ্বোধনের পরে তিনি পুষ্পমাল্য দিয়ে মাতৃভাষা দিবসের সকল শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। অতঃপর শ্রদ্ধা নিবেদন করেন বিদ্যলয়ের প্রতিষ্ঠাতা সভাপতি ও অবসরপ্রাপ্ত বৈমানিক এম মোস্তাক আলী। এর পরে একে একে মুক্তিযোদ্ধা, শিক্ষক, রাজনৈতিক সংগঠন, ছাত্রছাত্রীরাসহ এলাকার সর্বস্তরের জনসাধারণ ভাষা শহীদদের প্রতি মাল্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। পুষ্পমাল্য অর্পন শেষে মধুমতি আদর্শ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতির সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সেখানে প্রধান অতিথির বক্তব্যে রাখেন নীভা রানী পাঠক । বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নড়াইল জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস,এম ছায়েদুর রহমান, নড়াগাতি থানা ছাত্রলীগের সাবেক সফল সভাপতি ও জে,ডি,এন মাধ্যমিক বিদ্যালয় ( যোগানিয়া) স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি মাহবুবুল আলম, মধুমতি আদর্শ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ তুষার আহম্মেদ, ছাড়া ও মুক্তিযোদ্ধা,রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ ও বিদ্যালয়ের সকল ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন।
মধুমতি আদর্শ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও সভাপতি বৈমানিক (অবঃ) এম মোস্তাক আলী বলেন, আমার নিজ অর্থায়নে ভাষা শহীদের স্বরনে, প্রায় নয় লক্ষ টাকা ব্যায়ে এ শহীদ মিনারটি নির্মাণ করা হয়েছে। এটির দৈর্ঘ্য ৩২ ফুট এবং প্রস্থ ১৫ ফুট।