প্রিন্ট এর তারিখঃ জুলাই ২, ২০২৫, ১:১০ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২১, ২০২২, ১০:৩৭ অপরাহ্ণ
খুলনার দৌলতপুরে টিসিবির পণ্য বিতরণ কার্যক্রম শুরু

সাব্বির আহমেদ শাওন, খুলনা প্রতিনিধিঃ
খুলনা মহানগরীসহ নয়টি উপজেলায় ফ্যামিলি কার্ডের মাধ্যমে টিসিবি’র পণ্য বিক্রি করা হচ্ছে। দুপুর ১২ টা থেকে শুরু হয়ে এ কার্যক্রম চলবে বিকেল ৪টা পর্যন্ত। শুক্রবার ব্যতীত সপ্তাহে ছয়দিন এ পণ্য ট্রাকের মাধ্যমে বিক্রি করা হবে।
এ কার্যক্রমের অধীনে ১ লাখ ৯১ হাজার মানুষ সুলভমূল্যে ট্রাক থেকে পণ্য কিনতে পারবেন।কার্ডধারী ব্যক্তি ৪৬০ টাকার প্যাকেজে ১১০ টাকা দরে দু’লিটার সয়াবিন তেল, ৬৫ টাকা দরে দু’কেজি ডাল ও ৫৫ টাকা দরে দু’কেজি চিনি ক্রয় করতে পারবেন। প্রথমে খুলনা সিটি কর্পোরেশনের এক থেকে চার ওয়ার্ডে দু’হাজার মানুষের মাধ্যে ১৬ টি গাড়ির মাধ্যমে এ পণ্যগুলো বিক্রি করা হবে। প্রতিটি গাড়িতে এক হাজার কেজি চিনি, এক হাজার কেজি ডাল ও এক হাজর লিটার তেল দেওয়া হবে।বাণিজ্য মন্ত্রণালয়ের আওতাধীন টিসিবির পণ্য বিতরনের সময় উপস্থিত ছিলেন খুলনা জেলা প্রশাসক মোঃ মনিরুজ্জামান তালুকদার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটসার্ভিস মোহাম্মদ ইউসুফ আলী, টিসিবির আন্তলিক প্রধান মোঃআনোয়ার হোসেন,পৌর সমাজ কর্মী রবিউল মোর্শেদ,সেনেটারী ইন্সপেক্টর আনোয়ার হোসেন বুলবুল,কেসিসি সেনেটারী ইন্সপেক্টর মেহেদী হাসান,৫ নং ওয়ার্ড কাউন্সিলর শেখ মোহাম্মদ আলী, ৬ নং ওয়ার্ড সভাপতি শেখ মুফিজুর রহমান হিরু,শাকিল বিন আলম,শহিদুল ইসলাম সেলিম, সাংবাদিক আশিকুর রহমান, সাব্বির আহমেদ শাওন, মোঃ সুমন খান, আরমান শেখ, শেখ রুবেল সহ প্রমুখ।
সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলরদের মাধ্যমে উপকার ভোগীর সংখ্যা নির্ধারণ করা হয়েছে। মহানগরীতে ৮৫ হাজার ও জেলায় ১ লাখ ৬ হাজার মানুষ এ কার্ডের মাধ্যমে উপকার ভোগ করতে পারবেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.