Nabadhara
ঢাকাশুক্রবার , ১৮ ডিসেম্বর ২০২০
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

গোপালগঞ্জে অভিনব কায়দায় টাকা ছিনতাই চক্রের ২ সদস্য গ্রেফতার

MEHADI HASAN
ডিসেম্বর ১৮, ২০২০ ৬:২৫ অপরাহ্ণ
Link Copied!

গোপালগঞ্জ প্রতিনিধিঃ

অভিনব কায়দায় টাকা ছিনতাই চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে গোপালগঞ্জ সদর থানা পুলিশ। 

আজ শুক্রবার ভোর রাতে বরিশাল ও খুলনা থেকে এদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো, বরিশাল জেলার মূলাদি থানার উত্তর পাতারচর গ্রামের মাওলানা আব্দুল হাই তালুকদারের ছেলে মোঃ রেদোয়ান তালুকদার (৪০) ও খুলনা জেলার রুপসা থানার দেয়ারা পশ্চিমপাড়া গ্রামের রব শেখের ছেলে মোঃ আবিদুল হাসান ওরফে মিন্টু শেখ (৪৫)।

গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ছানোয়ার হোসেন জানান, “গত ৬ সেপ্টেম্বর গোপালগঞ্জ পোষ্ট অফিস থেকে সুরেশ চন্দ্র বিশ্বাস ও তার স্ত্রী হেমলতা বিশ্বাসের সঞ্চয় পত্রের ১০ লাখ টাকা উত্তোলন করেন। এসময় টাকা ছিনতাই চক্রের ৪ সদস্যের একটি দল অভিনব কায়দায় ১০ লাখ টাকা সুকৌশলে নিয়ে পালিয়ে যায়।”

পরে এ ঘটনায় সুরেশ চন্দ্র বিশ্বাস বাদী হয়ে সদর থানায় একটি মামলা দায়ে করলে পুলিশ সিসিটিভি ফুটেজ দেখে ও উন্নত প্রযুক্তি ব্যবহার করে বরিশাল ও খুলনায় অভিযান চালিয়ে টাকা ছিনতাই চক্রের দুই সদস্য মোঃ রেদোয়ান তালুকদার ও মোঃ আবিদুল হাসান ওরফে মিন্টু শেখকে গ্রেফতার করে।

আজ বিকালে গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করে ও গ্রেফতারকৃতরা স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে। পরে তাদেরকে জেল হাজতে পাঠানো হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।