নবধারা প্রতিনিধিঃ
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার সরকারী বঙ্গবন্ধু স্মৃতি বালিকা বিদ্যালয়ের ৯ম শ্রেনীর ছাত্রীকে ধর্ষনের ঘটনায় তার স্কুলের শিক্ষার্থীরা ধর্ষকদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন করেছে।
এ সময় বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ টুঙ্গিপাড়া শাখা, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাধারণ ছাত্রছাত্রী সহ সর্বস্তরের সাধারন মানুষ এ মানববন্ধনে একাত্মতা ঘোষণা করেন।
সরকারী বঙ্গবন্ধু স্মৃতি বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থীদের মানববন্ধন।
আজ সকাল সাড়ে ১০ টায় পাটগাতী বাসস্ট্যান্ডে ও সরকারী বঙ্গবন্ধু স্মৃতি বালিকা বিদ্যালয়ের সামনে পৃথক দুটি মানববন্ধন অনুষ্ঠিত হয়। তার সহপাঠী রাইমা হক বলেন, আমার বন্ধুকে মিতুল, রসুল ও রাজিব মিলে ধর্ষন করেছে, আমরা এ ধর্ষকদের দ্রুত গ্রেফতারের দাবী জানাই।
বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ টুঙ্গিপাড়া শাখার সভাপতি লিমন বিশ্বাস বলেন, “আগামী ২৪ ঘন্টার মধ্যে আসামীদের গ্রেফতার না করে তাদের বাচানোর চেষ্টা করা হলে আরো কঠোর কর্মসূচি ঘোষনা করা হবে।”
নবধারা/এমএইচ০০৭/বিএস