Nabadhara
ঢাকামঙ্গলবার , ৫ এপ্রিল ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

ড্রাইভার পেটানোর বিচারের দাবিতে বশেমুরবিপ্রবিতে কর্মচারী সমিতির ধর্মঘট

Bayzid Saad
এপ্রিল ৫, ২০২২ ৮:৪৭ অপরাহ্ণ
Link Copied!

মেজবা রহমান, স্টাফ রিপোর্টারঃ

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) বাস ড্রাইভারদের সাথে ঘটে যাওয়া অপরাধের বিচার ও শাস্তির দাবিতে দু’দিন ধরে সকল পরিবহন, লাইব্রেরিসহ বিভিন্ন কার্যক্রম বন্ধ করে রেখেছে বিশ্ববিদ্যালয়ের কর্মচারী সমিতি।

এদিকে খোজ নিয়ে জানা গেছে, দুদিন ধরে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রও বন্ধ রয়েছে। এছাড়াও বাস ও লাইব্রেরি বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েছে শিক্ষার্থীরা। দূরের শিক্ষার্থীরা ক্লাসে আসতে পারছে না, সঠিক সময়ে পরীক্ষা দিতে পারছে না। শিক্ষার্থীরা লাইব্রেরিতে গিয়ে পড়াশোনা করতে পারছে না।

এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী সাইমুন হাসান রাব্বি অভিযোগ জানিয়ে বলেন, রোযার মাসে এরকম ভোগান্তি অনাকাঙ্ক্ষিত। বিষয়টা দ্রুত সমাধান হোক, আমরা এই ভোগান্তি থেকে মুক্তি চাই।’

এ বিষয়ে কর্মচারী সমিতির সভাপতি তরিকুল ইসলাম বশেমুরবিপ্রবি সাংবাদিক ফোরামের কাছে বলেন, ‘ সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত আমরা এই কর্মসূচি চালিয়ে যাব। বিশ্ববিদ্যালয়ের যে নিয়ম আছে সেই অনুযায়ী দোষীদের বিচার হবে বলে উপাচার্য স্যার আমাদের জানিয়েছেন।

এদিকে পরিবহন প্রশাসক তাপস বালার সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান,সকাল থেকে উপাচার্য স্যারের সাথে এ বিষয়ে মিটিং হলেও এখন পর্যন্ত কোনো সিদ্ধান্তে আসেনি।এসময় শিক্ষার্থীদের ভোগান্তির কথা উল্লেখ করে তিনি বলেন, আগামীকাল এর মধ্যে কোনো সমাধান না হলে যানবাহন সচল রাখাতে আমরা বিকল্প ব্যবস্থা গ্রহণ করব।

উল্লেখ্য , গত ৩ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের বাসচালক ও শিক্ষার্থীদের মধ্যে দুদফায় সংঘর্ষের ঘটনায় এক শিক্ষার্থী ও দুই বাসচালক আহত হন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।