নবধারা প্রতিনিধিঃ
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার কুশলী ইউনিয়নের নীলফা গ্রামে অগ্নিকান্ডে ১টি ঘর ভষ্মিভূত হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে মোঃ মামুন শেখের বাড়িতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে ধারনা করা হচ্ছে। এসময় আগুনে পুড়ে নগদ টাকা, মালামাল, স্বর্ণালঙ্কার সহ প্রায় ৪ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা যায়। অগ্নিকাণ্ডের খবর পেয়ে টুঙ্গিপাড়া ফায়ার সার্ভিসের ১ টি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
টুঙ্গিপাড়া ফায়ার ষ্টেশনের ষ্টেশন অফিসার সরদার শরিফুল ইসলাম বলেন,আমরা গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনি, বৈদ্যতিক শর্ট সার্কিট হতে হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে।
এদিকে আজ বুধবার উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আবুল বশার খায়ের ও উপজেলা নির্বাহী অফিসার একেএম হেদায়েতুল ইসলাম ঘটনা স্থল পরিদর্শন করে সাহায্যের আশ্বাস দিয়েছেন।