শফিকুল ইসলাম সাফা, চিতলমারীঃ
বাগেরহাটের চিতলমারীর কৃতী সন্তান কাজী এনায়েত হোসেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হিসেবে পদোন্নতি পাওয়ায় এলাকাবাসীর পক্ষ থেকে তাকে গণসংবর্ধনা দেয়া হয়েছে।
সম্ভার্ধীত অতিথি কাজী এনায়েত হোসেন বলেন, “জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একমাত্র নেতা ছিলেন যিনি নিজের কোন স্বার্থ দেখেননি। বঙ্গবন্ধুর জন্ম না হলে কোন বাঙ্গালীর গুরুত্বপূর্ণ পদে চাকুরী হতো না।”
তিনি আরো বলেন, “জাতির পিতা দেশ ও দেশের মানুষকে ভালবেসেছেন, জনগনের কথা ভেবেছেন। আমাদের মুক্তির আন্দোলন শিখিয়েছেন। দুর্ভাগ্য আমরা জাতির পিতার মতো আদর্শ ও দেশপ্রেমিক হতে পারিনি।”
শুক্রবার (১৮ ডিসেন্বর) সন্ধা সাড়ে ৬ টায় উপজেলার হাড়িয়ার ঘোব সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে বি.এম. কামরুজ্জামানের সভাপতিত্বে উক্ত সংবর্ধনা আনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউএনও মোঃ মারুফুল আল, অধ্যাপিকা নুরুন নাহার, উপজেলা আ’লীগ সভাপতি মো: বাবুল হোসেন খান, সাধারণ সম্পাদক পীযূষ কান্তি রায়, টুঙ্গিপাড়া উপজেলা আ’লীগ সাধারন সম্পাদক শেখ বাবুল হোসেন, চিতলমারী উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান এস. এম. মাহাতাবুজ্জামান, মহিলা ভাইস চেয়ারম্যান সাবেরা কামাল স্বনা, ইউপি চেয়ারম্যান মো: মাসুদ সরদার, ইউপি চেয়ারম্যান শেখ নিজাম উদ্দিন, জনতা ব্যাংকের সহকারী মহাব্যাবস্থাপক মো: বদিউজ্জামান, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি অবনী মোহন বসু, সাধারণ সম্পাদক এস.এম. সোহেল, উপজেলা আ’লীগ সাংগঠনিক সম্পাদক অহিদুজ্জামান পান্ন, মো: সেলিম রেজা, কলাতলা ইউনিয়ন আ’লীগ সভাপতি মো: বাদসা মিয়া শেখ, সাধারন সম্পাদক মিসকাত হোসেন,(অবঃ) শিক্ষক কাজী সাহাবুদ্দিন, (অবঃ) পুলিশ উপ পরিদর্শক বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান বিশ্বাস প্রমূখ।