Nabadhara
ঢাকাবুধবার , ২৪ ফেব্রুয়ারি ২০২১
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

কালিয়ায় হত্যা মামলার বাদীকে হত্যার হুমকি

MEHADI HASAN
ফেব্রুয়ারি ২৪, ২০২১ ১০:৪২ অপরাহ্ণ
Link Copied!

মোঃ জিহাদুল ইসলাম, কালিয়া (নড়াইল) প্রতিনিধিঃ

নড়াইলের কালিয়ার চাঞ্চল্যকর মাসুদ রানা হত্যা মামলা তুলে নিতে রাজি না হওয়ায় বাড়িতে ঢুকে মামলার বাদী মামুন শেখকে হত্যার হুমকি দিয়েছে জামিনে বেরিয়ে আসা আসামীরা বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল বুধবার সকালে উপজেলার দেওয়াডাঙ্গা গ্রামে ঘটেছে ওই ঘটনা।

হুমকির ঘটনায় মামলার বাদী জীবনের নিরাপত্তা চেয়ে গতকাল বুধবার দুপুরে কালিয়া থানায় একটি জিডি করেছেন। মামুন শেখ ওই গ্রামের আলী আকবর শেখের ছেলে। বাদীর অভিযোগ ও জিডির বিবরনে জানা যায়, স্থানীয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গত বছর ৫ আগষ্ট প্রতিপক্ষ একই গ্রামের কাজল মোল্যা গ্রুপ তার ভাই মাসুদ রানাকে (৩৮ ) গুলি করে হত্যা করে। ওই হত্যাকান্ডের ঘটনায় মামুন শেখ বাদি হয়ে কাজল মোল্যাসহ ৩৬ জনকে আসামী করে কালিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ইতিমধ্যে মামলার আসামীরা বিভিন্ন আদালত থেকে জামিনে বেরিয়ে আসার পর ওইদিন সকাল সাড়ে ৯ টার দিকে সদ্য জামিন প্রাপ্ত আসামী দেয়াডাঙ্গা গ্রামের ওলিয়ার মোল্যার ছেলে সিরাজুল ইসলাম শিপুলের নেতৃত্বে জামিনে মুক্ত অন্য ১০ জন আসামী স্বশস্ত্র অবস্থায় তার বাড়িতে চড়াও হয়ে মাসুদ হত্যা মামলা তুলে নিতে তার পরিবারের উপর চাপ সৃষ্টি করে। তিনি মামলা তুলে নিতে রাজি না হওয়ায় তাকেও তার ভাইয়ের মত হত্যার হুমকি দিয়েছে বলে জিডিতে উল্লেখ করা হয়েছে।

বাদি মামুন শেখ অভিযোগ করে বলেছেন, তার ভাই হত্যার ঘটনায় মামলা দায়েরের পর থেকে স্থানীয় প্রভাবশালী আসামীরাসহ তাদের সমর্থকরা বিভিন্ন সময়ে মামলা তুলে নিতে তাকে চাপ সৃষ্টিসহ হত্যার হুমকি দিয়ে আসছে। আসামীদের হুমকির মুখে বর্তমানে তিনি পরিবার পরিজন নিয়ে আতংকের মধ্যে দিন কাটাচ্ছেন। তাই নিজের ও পরিবারের নিরাপত্তার জন্য তিনি থানায় জিডি করেছেন।

কালিয়া থানার ওসি শেখ কনি মিয়া বলেছেন, হত্যা মামলার বাদীকে হুমকির ঘটনায় একটি জিডি করা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

নবধারা//এমএইচ০০৭

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।