নবধারা প্রতিনিধিঃ
বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর ও খ্যাতিমান ব্যাংকার অর্থনীতিবিদ খোন্দকার ইব্রাহিম খালেদের দাফন তার জন্মস্থান গোপালগঞ্জে সম্পন্ন হয়েছে।
আজ বুধবার(২৪ ফেব্রুয়ারি) এশাবাদ (রাত ৮-৩০ মিনিট)স্থানীয় কোর্ট মসজিদ প্রাঙ্গনে খোন্দকার ইব্রাহিম খালেদের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।পরে জেলা শহরের ব্যাংকপাড়াস্থ পারিবারিক কবর স্থানে বাবা-মায়ের কবরের পাশে রাত ৯টার দিকে তাঁর লাশ দাফন করা হয়।
জানাজায় বিচারপতি খোন্দকার মুছা খালেদ, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি চৌধুরী এমদাদুল হক, সাধারন সম্পাদক মাহাবুব আলী খান, উপজেলা চেয়াম্যান লুৎফার রহমান বাচ্চু, পৌর মেয়র কাজী লিয়াকত আলীসহ বিভিন্ন শ্রেনী পেশার লোক যোগ দেন।
এর আগে সন্ধ্যা ৭ টায় সড়ক পথে খোন্দকার ইব্রাহিম খালেদের মরদেহ গোপালগঞ্জ জেলা শহরের ব্যাংকপাড়ায় নিজ বাড়িতে এসে পৌঁছায়।
খবর শুনে রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ সর্বস্তরের মানুষ তাঁর বাড়ীতে ভীড় জমায় ও পরিবারের সদস্যদের শান্তনা দেন এবং তারা তাকে শেষ শ্রদ্ধা জানান।