Nabadhara
ঢাকারবিবার , ১৭ এপ্রিল ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

নড়াইল জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

Bayzid Saad
এপ্রিল ১৭, ২০২২ ১১:৩৮ অপরাহ্ণ
Link Copied!

মোঃ জিহাদুল ইসলাম, নড়াইলঃ

নড়াইল জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন্স ড্রিলসেডে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ রবিবার (১৭ এপ্রিল) সকালে এ সভা অনুষ্ঠিত হয়। কল্যাণ সভায় মার্চ/২০২২ মাসে গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন ও আসামি গ্রেফতারসহ বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান, অর্জন ও চৌকস কার্য সম্পাদনের স্বীকৃতিস্বরূপ শ্রেষ্ঠ অফিসার ও পুলিশ সদস্যদের ক্রেস্ট ও বিশেষ পুরস্কার প্রদান করেন জেলা পুলিশ সুপার প্রবীর কুমার রায়, পিপিএম (বার)।

এ সময় তিনি পুলিশ সদস্যদের পরিষ্কার-পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত পরিবেশে থাকা, রমজান মাসে নিজেকে সুস্থ, সবল ও কর্মক্ষম রাখতে পুষ্টিকর খাবার খাওয়া ও বিশুদ্ধ পানি পান করা, হেলমেট ও লাইসেন্স ছাড়া মোটরসাইকেল না চালানো, ব্যাংক লোনের সদ্ব্যবহার করা, ডিউটি ইনচার্জ বা কমান্ডার ব্যতীত অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ব্যবহার না করা, পাবলিক প্রোগ্রামে সতর্কতার সাথে ডিউটি করা, পুলিশের ভাবমূর্তি উজ্জ্বল করতে পেশাদারিত্বের সাথে অর্পিত দায়িত্ব পালন করা, মাদক ও দুর্নীতি থেকে দূরে থাকা, সামাজিক যোগাযোগ মাধ্যম সতর্কতার সাথে ব্যবহার করা এবং ফেসবুকে অপ্রাসঙ্গিক লাইক, শেয়ার ও কমেন্ট না করার জন্য নির্দেশনা দেন।

এছাড়া কোন পুলিশ সদস্যের ছুটি অথবা ব্যক্তিগত ও পারিবারিক কোন সমস্যা থাকলে কল্যাণ সভায় অথবা পুলিশ সুপারকে অবহিত করার জন্যও নির্দেশনা প্রদান করেন।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার এস, এম, কামরুজ্জামান, পিপিএম, জেলা পুলিশের সকল থানা ও পুলিশ ইউনিটের ইনচার্জগণ এবং বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তাগণ ও সংশ্লিষ্ট অন্যান্য পুলিশ সদস্যবৃন্দ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।