রাকিব চৌধুরী, নবধারা প্রতিনিধিঃ
গোপালগঞ্জ জেলা রোভারের ত্রি-বার্ষিক কাউন্সিল আজ বুধবার (২০ এপ্রিল) সকাল ১০ ঘটিকায় গোপালগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ স্কাউটস গোপালগঞ্জ জেলা রোভার-এর সভাপতি এবং জেলা প্রশাসক জনাবা শাহিদা সুলতানা।
কাউন্সিল সভায় গোপালগঞ্জ জেলার বিভিন্ন সরকারি-বেসরকারি কলেজ, বিশ্ববিদ্যালয়, পলিটেকনিক ইনস্টিটিউট, মুক্তদলের সভাপতি, সম্পাদক ও রোভার স্কাউট লিডারগণ সহ বাংলাদেশ স্কাউটসের প্রতিনিধি এবং আমন্ত্রিত অতিথিরা অংশ নেন।
সভায় গোপালগঞ্জ জেলার রোভারিং কার্যক্রম বেগবান করতে বিভিন্ন পদক্ষেপ নেওয়াসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন জেলা প্রশাসক জনাবা শাহিদা সুলতানা, জেলা রোভার সম্পাদক মোঃ মজনুর রশিদ(উডব্যাজার), জেলা রোভার নেতা প্রতিনিধি জনাব মোঃ জুবাইর আল মাহমুদ(উডব্যাজার) প্রমুখ।
সভায় আগামী তিন বছরের জন্য বাংলাদেশ স্কাউটস গোপালগঞ্জ জেলা রোভারের নেতৃত্ব প্রদানের লক্ষ্যে ১৪ সদস্য বিশিষ্ট নির্বাহী কমিটি গঠন করা হয়।
নির্বাচন প্রক্রিয়ায় গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের সম্পাদক মোঃ মজনুর রশিদ গোপালগঞ্জ জেলা রোভার স্কাউট সম্পাদক প্রতিনিধি হিসেবে নির্বাচিত হয়েছেন।
এছাড়াও গোপালগঞ্জের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ, সম্পাদক ও আর এস এল দের মধ্য থেকে ৫ জন সহ সভাপতি, ২ জন গ্রুপ সভাপতি প্রতিনিধি, রোভার লিডারদের মধ্য থেকে ১ জন কোষাধ্যক্ষ, ১ জন যুগ্ম সম্পাদক এবং আরও ১ জন রোভার লিডার প্রতিনিধি নির্বাচিত হয়েছেন।
উল্লেখ্য, জেলা প্রশাসক পদাধিকারবলে জেলা রোভারের সভাপতি হিসাবে দায়িত্ব পালন করে থাকেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.