নবধারা প্রতিনিধিঃ
মুজিব বর্ষ উপলক্ষে গোপালগঞ্জে স্বেচ্ছায় রক্তদাতাদের সম্মাননা প্রদান করা হয়েছে। আজ রবিবার বিকেলে গোপালগঞ্জ শেখ মনি অডিটোরিয়ামে শেখ ফজলে নাঈম ব্লাড ব্যাংক এর তত্ত্বাবধানে শেখ মনি স্মৃতি পরিষদের আয়োজনে এ সম্মাননা প্রদান করা হয়।
এসময় ফুল দিয়ে বরণ করে নেয়া হয় স্বেচ্ছাসেবীদের। শেখ মনি স্মৃতি পরিষদের সভাপতি গাজী তুশার আহমেদ বাঘার সভাপতিত্বে এ অনুষ্ঠানে গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, সদর উপজেলা চেয়ারম্যান শেখ লুৎফার রহমান বাচ্চু, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি কাজী লিয়াকত আলী লেকু, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিন্টু, পৌর আওয়ামী লীগের সভাপতি হাসমত আলী শিকদার চুন্নু, সাধারণ সম্পাদক এসএম নজরুল ইসলাম, শেখ মনি স্মৃতি পরিষদের উপদেষ্টা মৃণাল কান্তি রায় চৌধুরী পপা, মোঃ কামরুজ্জামান সিকদার কামাল সহ প্রমুখ উপস্থিত ছিলেন।
নবধারা / এমএইচ০০৭