মোঃ বাইজীদ হোসেন, টুঙ্গিপাড়াঃ
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার কুশলী গ্রামে স্থানীয় আওয়ামীলীগের এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রবিবার রাতে উপজেলার কুশলী গ্রামে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
সমাজ সেবক বিকু মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত উঠান বৈঠকে টুঙ্গিপাড়া উপজেলার কুশলী ইউনিয়নের আওয়ামীলগের মনোনয়ন প্রত্যাশী মোঃ দুলাল হোসেন গাজিকে মনোনয়ন দেওয়ার দাবী জানিয়ে বক্তব্য রাখেন, কুশলী ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি আদিত্য বালা, কুশলী ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি শাহিন শেখ, বীর মুক্তিযোদ্ধা পাগল হালদার, কুশলী ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি অহিদুজ্জামান ডাবলু সিকদার, সমাজ সেবক আসাদ শেখ, গদাই মন্ডল, হাফেজ গাজী প্রমুখ।
বৈঠাকে স্থানীয় আওয়ামীলীগ, কৃষকলীগ, যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন সামজিক সংগঠনের প্রায় ২ হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।