Nabadhara
ঢাকাসোমবার , ১ মার্চ ২০২১
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

  উৎসবের রং মেলায় কবি সুকান্ত স্মরণ

MEHADI HASAN
মার্চ ১, ২০২১ ১১:০২ অপরাহ্ণ
Link Copied!

নবধারা প্রতিনিধি:

গোপালগঞ্জের কোটালীপাড়ায় ৯ম তম ‘কবি সুকান্ত’মেলার উদ্বোধন  হয়েছে আজ।  সোমবার (১ মার্চ) সন্ধ্যায় কোটালীপাড়া উপজেলার উনশিয়া গ্রামে কবির পৈত্রিক ভিটায় প্রদীপ প্রজ্জ্বলনের মধ্যদিয়ে এ মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক শাহিদা সুলতানা।

কোটালীপাড়া উপজেলা নির্বাহী কমকর্তা এস এম মাহফুজুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক শাহিদা সুলতানা, জেলা আওয়ামী লীগের সভাপতি চৌধুরী এমদাদুল হক, কোটালীপাড়া উপজেলা চেয়ারম্যান শ্রী বিমল কান্তি বিশ্বাস, পৌর মেয়র শেখ কামাল হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আয়নাল হোসেন শেখ, এ্যাড. দেলোয়ার হোসেন উপস্থিত ছিলেন।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও গোপালগঞ্জ জেলা প্রশাসন এ মেলার আয়োজন করে। ৯ বছর ধরে কবির পৈত্রিক ভিটায় প্রতিবছর মার্চের প্রথম সপ্তাহে এ মেলা অনুষ্ঠিত হয়ে আসছে। প্রতি বছর সাত দিনব্যপী মেলা অনুষ্ঠিত হলেও এবছর কোভিড-১৯ পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে স্বল্প পরিসরে এ মেলা অনুষ্ঠিত হচ্ছে। মেলাকে ঘিরে জেলাব্যাপী বইছে উৎসবের আমেজ। নবরুপে সেজেছে কবির বাড়ী ও এর আশপাশের এলাকা।

জেলা প্রশাসক শাহিদা সুলতানা নবধারা কে বলেন, ’বাংলা সাহিত্যের অন্যতম কবি ‘সুকান্ত ভট্টাচার্য্য’। কবির স্মৃতি ধরে রাখার জন্য এ ধরনের গ্রামীন মেলার আয়োজন করা হয়েছে। এ ছাড়া কবি সুকান্ত ভট্টাচার্যের আদর্শকে বর্তমান যুব সমাজের মাঝে ছড়িয়ে দিতে আমাদের নানামূখী উদ্যোগ গ্রহণ করতে হবে। আগামীতেও এ মেলা অব্যহত থাকবে বলেও  জানান তিনি।

পরে মেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে কবিতা পাঠ, রচনা, চিত্রাঙ্কন প্রতিযোগীতা ও শিল্পীদের অংশ গ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।