নবধারা প্রতিনিধি:
গোপালগঞ্জের কোটালীপাড়ায় ৯ম তম ‘কবি সুকান্ত’মেলার উদ্বোধন হয়েছে আজ। সোমবার (১ মার্চ) সন্ধ্যায় কোটালীপাড়া উপজেলার উনশিয়া গ্রামে কবির পৈত্রিক ভিটায় প্রদীপ প্রজ্জ্বলনের মধ্যদিয়ে এ মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক শাহিদা সুলতানা।
কোটালীপাড়া উপজেলা নির্বাহী কমকর্তা এস এম মাহফুজুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক শাহিদা সুলতানা, জেলা আওয়ামী লীগের সভাপতি চৌধুরী এমদাদুল হক, কোটালীপাড়া উপজেলা চেয়ারম্যান শ্রী বিমল কান্তি বিশ্বাস, পৌর মেয়র শেখ কামাল হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আয়নাল হোসেন শেখ, এ্যাড. দেলোয়ার হোসেন উপস্থিত ছিলেন।
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও গোপালগঞ্জ জেলা প্রশাসন এ মেলার আয়োজন করে। ৯ বছর ধরে কবির পৈত্রিক ভিটায় প্রতিবছর মার্চের প্রথম সপ্তাহে এ মেলা অনুষ্ঠিত হয়ে আসছে। প্রতি বছর সাত দিনব্যপী মেলা অনুষ্ঠিত হলেও এবছর কোভিড-১৯ পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে স্বল্প পরিসরে এ মেলা অনুষ্ঠিত হচ্ছে। মেলাকে ঘিরে জেলাব্যাপী বইছে উৎসবের আমেজ। নবরুপে সেজেছে কবির বাড়ী ও এর আশপাশের এলাকা।
জেলা প্রশাসক শাহিদা সুলতানা নবধারা কে বলেন, ’বাংলা সাহিত্যের অন্যতম কবি ‘সুকান্ত ভট্টাচার্য্য’। কবির স্মৃতি ধরে রাখার জন্য এ ধরনের গ্রামীন মেলার আয়োজন করা হয়েছে। এ ছাড়া কবি সুকান্ত ভট্টাচার্যের আদর্শকে বর্তমান যুব সমাজের মাঝে ছড়িয়ে দিতে আমাদের নানামূখী উদ্যোগ গ্রহণ করতে হবে। আগামীতেও এ মেলা অব্যহত থাকবে বলেও জানান তিনি।
পরে মেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে কবিতা পাঠ, রচনা, চিত্রাঙ্কন প্রতিযোগীতা ও শিল্পীদের অংশ গ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।