ফরিদপুরের নগরকান্দা থানা থেকে ১০ মে (২০২২) ইং তারিখ রোজ মোঙ্গলবার ৫২৩ কনস্টেবল মোঃ আজিজুর রহমান দীর্ঘ ৪০ বছর চাকুরী জীবন শেষ করে অবসর গ্রহন করেন। এ সময় অবসর প্রাপ্ত মোঃ আজিজুর রহমান কে নগরকান্দা থানার পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয় ।
নগরকান্দা থানার অফিসার ইনচার্জ মোঃ হাবিল হোসেন ও অন্যান্য কর্মকর্তাগণের উপস্থিতিতে তাকে অবসর কালিন বিদায়ী শুভেচ্ছা জানিয়ে , বাকি অবসর জীবনে পরিবার পরিজন নিয়ে যেন সুখে শান্তিতে কাটাতে পারেন সে জন্য পরম করুণাময়ের নিকট মঙ্গল কামনা করা হয়েছে ।
পরিশেষে পুলিশ সুপারের নির্দেশে পুষ্প সজ্জিত পুলিশের গাড়িতে করে তাকে নিজ বাড়ীতে পৌঁছে দেয়া হয়েছে ।