ফরিদপুরের নগরকান্দা থানা থেকে ১০ মে (২০২২) ইং তারিখ রোজ মোঙ্গলবার ৫২৩ কনস্টেবল মোঃ আজিজুর রহমান দীর্ঘ ৪০ বছর চাকুরী জীবন শেষ করে অবসর গ্রহন করেন। এ সময় অবসর প্রাপ্ত মোঃ আজিজুর রহমান কে নগরকান্দা থানার পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয় ।
নগরকান্দা থানার অফিসার ইনচার্জ মোঃ হাবিল হোসেন ও অন্যান্য কর্মকর্তাগণের উপস্থিতিতে তাকে অবসর কালিন বিদায়ী শুভেচ্ছা জানিয়ে , বাকি অবসর জীবনে পরিবার পরিজন নিয়ে যেন সুখে শান্তিতে কাটাতে পারেন সে জন্য পরম করুণাময়ের নিকট মঙ্গল কামনা করা হয়েছে ।
পরিশেষে পুলিশ সুপারের নির্দেশে পুষ্প সজ্জিত পুলিশের গাড়িতে করে তাকে নিজ বাড়ীতে পৌঁছে দেয়া হয়েছে ।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।