Nabadhara
ঢাকাবুধবার , ১১ মে ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

গোপালগঞ্জে ৫ ব্যবসায়ী প্রতিষ্ঠানকে ২৬ হাজার টাকা জরিমানা

জেলা প্রতিনিধি,গোপালগঞ্জ
মে ১১, ২০২২ ৯:০৪ অপরাহ্ণ
Link Copied!

গোপালগঞ্জে সয়াবিন তেল মজুদ, মেয়াদ উর্ত্তীন্ন পণ্য বিক্রি ও মূল্য তালিকা না টাঙ্গানোর দায়ে ৫ প্রতিষ্ঠানকে ২৬ হাজার টাকা জরিমানা করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত ও জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর।

আজ বুধবার (১১ মে) সকালে ও দুপুরে জেলা শহরের বড় বাজার এবং সদর উপজেলার বৌলতলী ও উলপুর এলাকায় এ অভিযান চালানো হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর গোপালগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শামীম হাসান জানান, সকালে জেলা শহরের বড় বাজার এলাকার দুইটি ব্যবসা প্রতিষ্ঠানে আভিযান চালানো হয়। এসময় তেল মজুদ রাখার দায়ে ব্যবসায়ী পরিমল সাহাকে ১০ হাজার টাকা ও বেশি দামে বিক্রি কারার দায়ে পাল স্টোরের মালিক সদানন্দ পালকে দুই হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট আল ইয়াসা তরফদার।

 

অপরদিকে, সদর উপজেলার বৌলতলী ও উলপুর বাজারে অভিযান চালিয়ে মেয়াদ উর্ত্তীন্ন পণ্য বিক্রি ও মূল্য তালিকা না টাঙ্গানোর দায়ে আরো তিন প্রতিষ্ঠানকে বিভিন্ন অংকে ১৪ হাজার টাকা জরিমানা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর গোপালগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শামীম হাসান।

 

এ অভিযানে ক্যাব গোপালগঞ্জ শাখার সাধারণ সম্পাদক মোঃ মোজাহারুল হক বাবলুসহ গোপালগঞ্জ সদর থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।