টুঙ্গিপাড়ার বঙ্গবন্ধু স্মৃতি সরকারী উচ্চ বালিকা বিদ্যালয় ও জিটি স্কুলের সামনে সড়কে বকাটেদের উৎপাত,দাঁড়িয়ে থাকা রুখতে ও ইভটিজিং ঠেকাতে প্রশাসন সিসি ক্যামেরা লাগানো হবে এমনটি জানিয়েছেন টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী অফিসার একেএম হেদায়েতুল ইসলাম। আজ বৃহস্পতিবার উপজেলা হলরুম বজ্রকন্ঠে জেলা তথ্য অফিস আয়োজিত এক কর্মশালায় সভাপতির বক্তব্য প্রদান কালে তিনি এ কথা বলেন।
টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী অফিসার একেএম হেদায়েতুল ইসলাম বলেন, যে কোনমুল্যে ইভটিজিং বন্ধ করা হবে।