Nabadhara
ঢাকারবিবার , ১৫ মে ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে ভ্যান ও মোটরসাইকেলের সংঘর্ষে কলেজ ছাত্রের মৃত্যু, আহত ৬

Link Copied!

নড়াইলে ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক কলেজ ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আহত হয়েছে নারী-শিশুসহ কমপক্ষে ৬জন ভ্যানযাত্রী।

রোববার (১৫ মে) দুপুরে নড়াইল শহরের ধোপাখোলা মোড়ে এ দুর্ঘটনা ঘটে। আহতদের নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত কলেজ ছাত্রের নাম শান্ত মন্ডল বলে জানা গেছে।

শান্ত নড়াইল পৌরসভার উজির গ্রামের কাঠ মিস্ত্রি রাজা মন্ডলের ছেলে। বাবা-মায়ের একমাত্র সন্তান শান্ত গোবরা মিত্র কলেজের উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষেরছাত্র।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুরে নিজ মোটরসাইকেল চালিয়ে শান্ত বাড়ি থেকে নড়াইল শহরে যাচ্ছিল। পথিমধ্যে ধোপাখোলা মোড় অতিক্রমের সময় বেপরোয়া গতির ফলে নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী ভ্যানকে ধাক্কা দেন সে। ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক শান্তও ভ্যানযাত্রী ছয়জনের সকলে রাস্তার ছিটকে পড়ে আহত হয়। আহতদের উদ্ধার করে স্থানীয়রা নড়াইল সদর হাসপাতালে নিয়ে গেলে শান্তকে চিকিৎসক মৃত ঘোষণা করে। অন্যান্যদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত কবীর নবধারা কে জানান, ঘটনা জানার পর হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।