বাগেরহাটের চিতলমারীতে উপজেলা প্রশাসনের আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল বালক ( অনূর্ধ্ব- ১৭) ২০২২ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। সোমবার( ১৬ মে) বিকাল সাড়ে ৪টায় উপজেলার শেরে বাংলা ডিগ্রী কলেজ মাঠে এই খেলার উদ্বোধন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইয়েদা ফয়জুন্নেছার সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অশোকব কুমার বড়াল। এছাড়াও অনুষ্ঠানে অন্যন্যদেরমধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগ সভাপতি বাবুল হোসেন খান, ওসি এ, এইচ, এম, কামরুজ্জামান,উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক শহিদুল ইসলাম লিটন।