Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ১৯ মে ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

গোপালগঞ্জ ও মুকসুদপুর পৌরসভায় এক মেয়রসহ ৬ জনের মনোনয়নপত্র বাতিল

জেলা প্রতিনিধি,গোপালগঞ্জ
মে ১৯, ২০২২ ৮:৩১ অপরাহ্ণ
Link Copied!

গোপালগঞ্জ ও মুকসুদপুর পৌরসভা নির্বচনের বাছাইয়ে ১ মেয়র প্রার্থী ও ৬ কাউন্সিলর প্রার্থীর মনোনয়ন পত্র বাতিল হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৯ মে) বিকালে জেলা নির্বাচন কর্মকর্তা মোঃ ফায়জুল মোল্যা বিষয়টি নিশ্চত করেছেন।

 

জেলা নির্বাচন অফিস সূত্র জানায়, মুকসুদপুর পৌরসভা নির্বাচনে এক মেয়র প্রার্থীসহ ৫ প্রার্থীর মনোনয়ন পত্র বাতিল হয়েছে। এদিকে, অপ্রাপ্তবয়স্ক হওয়ায় গোপালগঞ্জ সদর পৌরসভায় এক কাউন্সিলর প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

 

জেলা নির্বাচন কর্মকর্তা মোঃ ফায়জুল মোল্যা জানান, মুকসুদপুর পৌরসভায় মেয়র পদে ৬ জন, কাউন্সিলর পদে ৩৪ জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১০ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন।

 

মনোনয়নপত্র যাচাই বাছাই-এ মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী মো: আসাদুল ইসলাম, সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থী তহমিনা বেগম এবং কাউন্সিলর পদে ২নং ওয়ার্ডে শরিফুল ইসলাম, ৩নং ওয়ার্ডে ভল্লব কুন্ডু ও ৬নং ওয়ার্ডে মো: মিজান মোল্লার মনোনয়ন পত্র বাতিল হয়।

 

ফলে মুকসুদপর পৌরসভায় মেয়র পদে ৫জন, কাউন্সিলর পদে ৩১ জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৯ জন প্রার্থী মনোনয়নপত্র বৈধ বলে ঘোষনা দেন।

 

এদিকে, গোপালগঞ্জ সদর পৌরসভা নির্বাচনে অপ্রাপ্ত বয়স হওয়ায় ৪নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী সবুজ খানের মনোনয়নপত্র বাতিল করা হয়। ফলে এ পৌরসভায় মেয়র পদে ১১ জন, কাউন্সিলর পদে ৬৭ জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ২১ জন প্রার্থীর মনোনয়ন পত্র বৈধ বলে ঘোষনা দেন।

 

প্রসঙ্গত, আগামী ১৫ জুন গোপালগঞ্জ সদর ও মুকসুদপুর পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ২৬ মে এবং প্রতীক বরাদ্দ ২৭ মে। আর ভোট গ্রহন অনুষ্ঠিত হবে ১৫ জুন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।