বাগেরহাটের মোল্লাহাটে দুর্বৃত্তদের বিরুদ্ধে চার কৃষকের মৎস্য ঘেরে বিষ দিয়ে মাছ নিধনের অভিযোগ পাওয়া গেছে।
বুধবার (১৮ মে) দিবাগত রাত ১২ টার দিকে উপজেলার রাজপাট ও দারিয়ালা গ্রামে এ ন্যক্করজনক ঘটনা ঘটে। এতে অন্তত ১৩ লক্ষ টাকার বিভিন্ন জাতের সাদা মাছ ও চিংড়ি মাছের ক্ষতি করা হয়েছে বলে দাবি মৎস্য চাষিদের। ক্ষতিগ্রস্ত মৎস্য চাষিরা হলেন রাজপাট গ্রামের হারুণ শেখ, আশকার শেখ, আহাদ সিং ও দারিয়ালা গ্রামের অহিদ শিকদার।
এ ঘটনায় অজ্ঞাত দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হবে বলে জানান ক্ষতিগ্রস্ত মৎস্য চাষীরা।
ক্ষতিগ্রস্ত মৎস্য চাষী হারুণ শেখের চাচাতো ভাই তোতা শেখ জানান, আমার ভাই হারুণ শেখ অসুস্থ থাকার সুযোগে বুধবার দিবাগত রাতের কোন এক সময় কে বা কারা শত্রুতামূলকভাবে ঘেরে বিষ প্রয়োগ করলে মাছ মরতে শুরু করে। বৃহস্পতিবার ভোরে ঘেরে গিয়ে দেখি বহু মাছ মরে ভাসছে এবং বাকি মাছ বিষক্রিয়ায় ছটফট করছে। দ্রুত জাল টেনে ৬-৭ মণ মাছ বাজারে নিয়ে গেলে পানির দামে বিক্রয় করতে হয়। বিষক্রিয়ায় প্রায় ৮ লক্ষাধিক টাকার মাছের ক্ষতি হয়েছে।
এছাড়া একই এলাকার আশকর শেখ, আহাদ সিং ও দারিয়ালা গ্রামের অহিদ শিকদার নামে তিন কৃষকের পৃথক তিনটি মৎস্য ঘেরে বিষ দেয় দুস্কৃতিকারীরা। এতে তাদের প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়। ঘের থেকে বিষের বোতল উদ্ধার করা হয়েছে।
মোল্লাহাটে এ নিয়ে গত দুই মাসের ব্যবধানে ১৬ জন কৃষকের মৎস্য ঘেরে বিষ দিয়েছে দুর্বৃত্তরা। ক্ষতিগ্রস্ত মৎস্য চাষীরা হলেন, উপজেলার কাহালপুর গ্রামের নাসির মিয়া, দারিয়ালা গ্রামের আশরাফ মোল্লা, জসিম মোল্লা, অহিদ শিকদার, জাবের মোল্লা, টিপু মোল্লা, ইনছান, কুলিয়া গ্রামের লাভলু মোল্লা, আকতার মোল্লা, গাউস মোল্লা, রাজপাট গ্রামের হারুণ শেখ, আশকর শেখ, আহাদ সিং, ছোট কাচনা গ্রামের হুমায়ুন মোল্লাসহ আরো অনেকে।
মোল্লাহাট থানা অফিসার ইনচার্জ (ওসি) সোমেন দাশ নবধারা কে বলেন, এবিষয়ে লিখিত কোন অভিযোগ পায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।