Nabadhara
ঢাকাশুক্রবার , ২০ মে ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

উর্ধ্বমূখী চাহিদায় ক্রমশ বশেমুরবিপ্রবি’র বাজেট বরাদ্দ নিন্মগামী

বশেমুরবিপ্রবি প্রতিনিধি
মে ২০, ২০২২ ১:১০ অপরাহ্ণ
Link Copied!

চাহিদার সূচক দিন দিন উর্ধ্বমুখী হলেও ক্রমশ নিন্মমূখী হয়েছে গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) ইউজিসি কর্তৃক প্রদত্ত বাজেট। তিন বছর ক্রমশ কমেছে বিশ্ববিদ্যালয়টির বাজেটের বরাদ্দ।

বিশ্ববিদ্যালয় থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী ২০২০-২১ অর্থবছরে ইউজিসি কর্তৃক অনুমোদিত বাজেট ছিলো ৫৪ কোটি ২ লক্ষ টাকা, ২০২১-২২ অর্থ বছরে বাজেট ছিলো ৫১ কোটি ৬০ লক্ষ টাকা এবং ২০২২-২৩ অর্থ বছরে বাজেট অনুমোদন দেয়া হয়েছে ৫০ কোটি ৪৫ লক্ষ টাকা।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের অর্থ ও হিসাব বিভাগের দায়িত্বপ্রাপ্ত সদস্য প্রফেসর ড. মোঃ আবু তাহের বলেন, ‘একটি বিশ্ববিদ্যালয় যাত্রা শুরুর পর প্রথম কয়েক বছরে তাদের ল্যাব নির্মাণ, পরিবহন সহ বিভিন্ন সুযোগ সুবিধা নিশ্চিতে অধিক বাজেট প্রয়োজন হয়। পরবর্তীতে ল্যাব নির্মাণ এবং পরিবহন ক্রয়ের জন্য অর্থ বরাদ্দ না থাকায় বাজেট হ্রাস পায়।

এছাড়া পূর্বে দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারীদের বেতনের জন্য অর্থ প্রদান করা হতো কিন্তু বর্তমানে এক্ষেত্রে বিধিনিষেধ আরোপ হওয়ায় এই খাতে অর্থ দেয়া হচ্ছে না আর এসকল কারণেই মূলত বাজেট হ্রাস পেয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।