Nabadhara
ঢাকাশুক্রবার , ২০ মে ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

কোটালীপাড়ায় বাজি পোড়ানোর সময় গ্যাস লাইটার বিস্ফোরনে দুই শিক্ষার্থী আহত

জেলা প্রতিনিধি, গোপালগঞ্জ
মে ২০, ২০২২ ৮:১৬ অপরাহ্ণ
Link Copied!

গোপালগঞ্জের কোটালীপাড়ায় স্কুল ও মাদ্রাসার দুই শিক্ষার্থী বাজি বানিয়ে পোড়ানোর সময় কাছে থাকা গ্যাস লাইটার বিস্ফোরনে আহত হয়েছে।আহতরা হলো- কোটালীপাড়ার সিকির বাজার হাই স্কুলের ৭ম শ্রেনীর ছাত্র ও চিত্রাপাড়া গ্রামের তুহিন খানের ছেলে তানভির খান(১৩) ও বান্ধাবাড়ি লোহার ভিটা মাদ্রাসার ছাত্র ও একই গ্রামের এখলাস মিয়ার ছেলে সালমান মিয়া(১১)।এরা সম্পর্কে মামাতো-ফুফাতো ভাই।

কোটালীপাড়া থানার পরিদর্শক মোঃ জাকারিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তারা দুই জন ঘরের দরজা বন্ধ করে দিয়াশলাই-এর বারুদ দিয়ে বাজি বানিয়ে তা ফোঁটানোর সময় কাছে থাকা গ্যাস লাইটার বিষ্ফোরিত হয়। এতে ওই দুই শিক্ষার্থী আহত হয়। এর মধ্যে তানভির খান একটু বেশী আহত হওয়ায় তাকে রাতেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে চিকিৎসা দেয়া হয়।

চিকিৎসা শেষে রাতেই তাকে মামার বাসায় নিয়ে যাওয়া হয়েছে বলে মামা আল আমিন জানিয়েছেন। সে সুস্থ্য আছে বলে জানান তিনি।

চোখে আগুনের আচ লেগে আহত মাদ্রাসা ছাত্র সালমান মিয়া জানায়, তারা বাজি বানিয়ে তা ফোটানোর চেষ্টা করেছিল। না ফোটাতে তানভির তাতে গ্যাস লাইটার দিয়ে তাপ দিলে গ্যাস লাইটার ফেটে গিয়ে তারা দুইজন আহত হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।