নড়াইলের নাকশী বাজার এলাকা থেকে আন্ত জেলা চোর চক্রের সক্রিয় সদস্য ও চোরাকারবারি মোঃ ওমর ফারুক নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে নড়াইল জেলা পুলিশের একটি চৌকষ দল।
বৃহস্পতিবার (১৯ মে) বিকালে নড়াইল সদর থানার এএসআই মোঃ আব্দুর রহমান ও এএসআই আনিসউজ্জামান সঙ্গীয় ফোর্সসহ নাকশী বাজার সংলগ্ন লোহাগড়া টু নড়াইল রোডে চেকপোস্টে ডিউটি করা কালে চোরাই গাড়িসহ তাকে আটক করে। আটককৃত ওমর ফারুক নীলফামারী জেলার ডোমার থানাধীন ডোমার গ্রামের আলাল মোল্লার ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১৮মে মাদারীপুর জেলা থেকে একটি মাইক্রোবাস চুরি হয়। যাহার নম্বর ঢাকা মেট্রো—চ—৫১—৯০০৭। এ বিষয়ে আমরা অবগত হলে জেলার প্রতিটি চেকপোষ্টে নজরদারি বাড়ানো হয় এবং ১৯ মে বিকেলে ওই এলাকা থেকে চোরসহ মাইক্রোবাসটি উদ্ধার করতে সক্ষম হয়।
নড়াইল জেলার পুলিশ সুপার প্রবীর কুমার রায়, পিপিএম (বার) নবধারা কে বলেন, আসামিকে নড়াইল সদর থানায় হস্তান্তর পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।