পটুয়াখালীর দুমকিতে কোভিড ১৯ প্রতিরোধ শীর্ষক এক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
ইউনিসেফ’র অর্থায়নে The Hunger Project of Bangladesh ’র অয়োজনে গতকাল শনিবার (২১ মে) সকাল ১০টায় উপজেলা পরিষদ সভাকক্ষে প্রকল্পের বরিশাল বিভাগের আঞ্চলিক সমন্বয়কারী মেহের আফরোজ মিতা’র সভাপতিত্বে কর্মশালায় পটুয়াখালীর উপ-কর কমিশনার একেএম নজরুল ইসলাম প্রধান অতিথি ছিলেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও আবাস্যিক মেডিকেল অফিসার ডা. মো. এনামুল হক, উপজেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি মো. মিজানুর রহমান সিকদার, সৈয়দ গোলাম মর্তুজা, সাধারণ সম্পাদক শাহজাহান আকন সেলিম, বিএনপির যুগ্ম আহবায়ক মো. সাইফুল আলম মৃধা বিশেষ অতিথি ছিলেন।
অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, প্রেসক্লাব দুমকির সাধারণ সম্পাদক মো. মজিবুর রহমান, জাসদ সভাপতি কেএম আনোয়ারুজ্জামান, জাতীয় পার্র্টির প্রতিনিধি সার্জেন্ট অব: এসএম ফজলুল হক, যায়যায়দিন প্রতিনিধি মো. আনিসুর রহমান, শিক্ষক প্রতিনিধি বাবু শঙ্কর মিত্র, ইমাম প্রতিনিধি মাও: মো. হাবিবুর রহমান, স্বেচ্ছাসেবক প্রতিনিধি মো. সুমন মৃধা, ছাত্র প্রতিনিধি মো. মামুন মৃধা প্রমূখ। কর্মশালাটি পরিচালনা করেন প্রকল্পের জেলা সমন্বয়কারি মো. আবুল হোসেন তালুকদার। এসময় বিভাগীয় প্রোগ্রাম অফিসার তানভীর মাহাথির, পটুয়াখালী জেলার ইনফর্মেশন সার্ভিস প্রভাইডার আফরীন জাহান নীনা, উপজেলা সমন্বয়কারি মো. দেলোয়ার হোসেনসহ জেলা ও উপজেলার অন্যান্য কর্মকর্তা-কর্মচারিগণ উপস্থিত ছিলেন।