নড়াইলের লোহাগড়া উপজেলার সদর লোহাগড়া ইউনিয়ন পরিষদের ১,২,৩ নং সংরক্ষিত ওর্য়াডের মহিলা সদস্য ও আওয়ামীলীগ নেত্রী রেকসোনা বেগম ও তার ভাগনী জুলিয়া খানমকে পূর্ব শক্রুতার জের ধরে পিটিয়ে আহত করার প্রতিবাদে এলাকাবাসী মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে।
গত রবিবার(২২ মে) বিকালে কালনা গ্রামের রাস্তায় শতাধিক নারী পুরুষ এ মানববন্ধন অংশ গ্রহণ করে। এ সময় বক্তব্য রাখেন,বিপুল সরদার,বদিয়ার মুন্সি, ইউনুচ মাষ্টার, আবুল শেখ ও তাসলিমা বেগম প্রমুখ।
উল্লেখ্য লোহাগড়া ইউনিয়ন পরিষদের সংরক্ষিত (১,২,৩) মহিলা ইউপি সদস্য রোকসনা বেগম তার লিখিত বক্ত্যবে বলেন,পূর্ব শত্রুতার জের ধরে গত ১৬ মে সকালে চম্পা বেগমের বাড়ির পাশের দোকান থেকে কিছু জিনিস পত্র কেনাকাটা করে বাড়িতে ফেরার পথে প্রতিপক্ষ একই গ্রামের ওলিয়ার মোল্যার ছেলে সাইফুল মোল্যা ও আজিজুর মোল্যার নেতৃত্বে আরো ৭/৮ জন পথিমধ্যে আমাদের ওপর লাঠি সোটা নিয়ে হামলা করে ব্যাপক মারপিট করেছে। আমাদের ডাক চিৎকারে প্রতিবেশী লোকজন উদ্ধার করে লোহাগড়া হাসপাতালে ভর্তি করে।
রেকসোনা বেগম আরো বলেন, এই সব সন্ত্রাসীদের আইনের আওতায় না আনলে এলাকায় যেকোন সময় বড় ধরনের দূর্ঘটনা ঘটতে পারে। তাই ঘটনা তদন্ত পূর্বক দোষীদের আটক করে দৃষ্টান্ত মুলক শাস্তির দাবি জানায় প্রশাসনের কাছে।