Nabadhara
ঢাকাসোমবার , ২৩ মে ২০২২
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

লোহাগড়ায় সংখ্যালঘুর পা ভেঙ্গে দিয়েছে সন্ত্রাসীরা

Link Copied!

নড়াইলের লোহাগড়া উপজেলার কামার গ্রামে হাতুড়ি দিয়ে পিটিয়ে এক সংখ্যালঘুর পা ভেঙ্গে দিয়েছে সন্ত্রাসীরা। আহত বিপুল কুমার পাল (৫০) কে প্রথমে লোহাগড়া হাসপাতালে ভর্তি করা হয় । পরে উন্নত চিকিৎসার জন্য নড়াইল সদর হাহসপাতালে ভর্তি করা হয়েছে।

এলাকাবাসী ও পরিবার সুত্রে জানা গেছে , উপজেলার লাহুড়িয়া ইউনিয়নের কামার গ্রামের বিপুল কুমার পাল ও সুশান্ত কুমার পালের মধ্যে জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ ঘটনার জের ধরে গত শনিবার বিকাল সাড়ে ৫ টার দিকে বিপুল বাড়ির পার্শ্বে পাটক্ষেতে কাজ করছিল। এ সময় প্রতিপক্ষ সুশান্ত কুমার পালের ভাড়াটিয়া সন্ত্রাসী পার্শ্ববর্তী শরশুনা গ্রামের উবায়দু,আলাউদ্দিন,ইমরুল, অন্তরসহ ৮/১০ জন লাঠিশোটা,হাতুড়ী,টেঙ্গারী ও লোহার রড নিয়ে বিপুলের ওপর হামলা করে হাতুড়ি দিয়ে পিটিয়ে পা ভেঙ্গে দেয়। তার চিৎকারে আশপাশের লোকজন এসে উদ্ধার করে প্রথমে লোহাগড়া হাসপাতালে ভর্তি করে। পরে অবস্থার অবনতি হওয়ায় তাকে নড়াইল সদর হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

এ বিষয়ে প্রতিপক্ষ সুশান্ত কুমারের স্ত্রী ছবি রানী বলেন, বিপুল কুমার পালের মারপিটের বিষয়ে আমরা কিছুই জানিনা। অভিযুক্ত উবায়দুর ও আলাউদ্দিনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে পাওয়া যায়নি। এ ঘটনায় গতকাল সোমবার বিপুলের স্ত্রী কনিকা রানী পাল বাদী হয়ে লোহাগড়া থানায় একটি মামলা দায়ের করেছেন।

লোহাগড়া থানার অফিসার ইনচার্জ শেখ আবু হেনা মিলন মামলার বিষয়টি নিশ্চিত করে নবধারা কে বলেন, অভিযুক্ত আসামীদের গ্রেফতারের চেষ্ট চলছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।