শফিকুল ইসলাম সাফা চিতলমারীঃ
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চিতলমারী উপজেলার সাম্ভাব্য প্রার্থীরা নৌকা প্রতীক পেতে মরিয়া হয়ে উঠেছেন। আওয়ামীলীগের দুর্ভেদ্য ঘাটি বাগেরহাটের চিতলমারীর ভোটারদের কাছে নৌকা সর্বাধিক জনপ্রিয় প্রতীক। জাতির পিতা বঙ্গবন্ধুর নৌকা প্রতীকের প্রতি চিতলমারী উপজেলার মানুষের মধ্যে রয়েছে চরম দুর্বলতা।
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে যিনি নৌকা নিয়ে প্রতিদ্বন্দিতা করবেন তিনিই নির্বাচনে সুবিধা জনক অবস্থানে থাকবে বলে ভোটারা মনে করেন। আগামী ১১ এপ্রিল প্রধম ধাপে এউপজেলার ৭টি ইউনিয়নের সব কয়টিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। এমন ঘোষনার পর সাম্ভাব্য প্রর্থীরা নৌকা প্রতীক পেতে জোর লবিং চালিয়ে যাচ্ছেন।এখানের প্রর্থীরা নৌকা প্রতিক পেলেই নির্বাচনী কাজ অন্তত ৯৫ ভাগ সম্পন্ন হবে মনে করেন। এ উপজেলায় বিএনপি জামায়াতের প্রতীক নিয়ে নির্বাচন করলে খুব একটা সুবিধা করতে পারেনা। কারন ওই প্রতীকের দিকে এঅঞ্চলের মানুষের তেমন আগ্রহ নেই।সাম্ভাব্য চেয়ারম্যন প্রর্থীরা দলীয় মনোনয়ন পেতে কেন্দ্রীয় ও স্থানীয় নেতাদের সাথে যোগাযোগ বাড়িয়ে দিয়েছেন। এছাড়া সাম্ভাব্য প্রর্থীরা বিভিন্ন সামাজিক,সাংস্কৃতিক, ও ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিচ্ছেন। বাড়ি দোকান বা বিভিন্ন এলাকায় প্রার্থীরা জনসংযোগ করছেন। সাম্ভাব্য চেয়ারম্যান ও মেন্বার প্রাথীদের ডিজিটাল ব্যানার ও পোস্টারে এলাকা ছেয়ে গেছে। আবার কোন কোন প্রার্থী তাদের সমর্থকদের নিয়ে শোডাউন করে যাচ্ছেন।
এ উপজেলায় এখন পর্যন্ত আ’লীগ ছাড়া অন্য কোন দলের প্রার্থীদের নির্বাচনে প্রার্থী হবেন এমন কোন প্রার্থীর নাম শোনা যাইনি বা আলোচনা বা প্রচারনায় ও দেখা যায়নি। এই মুহুর্তে উপজেলার ৭টি ইউনিয়নে দলীয় প্রতীক নৌকা পাবার স্বপ্ন দেখছেন যারা তারা হলেন-
১নং- বড়বাড়িয়া ইউনিয়নঃ বর্তমান চেয়ারম্যান মাসুদ সরদার, উপজেলা আ’লীগের সংগঠনিক সম্পাদক সাবেক চেয়ারম্যান অহিদুজ্জামান পান্না,উপজেলা আ’লীগের আরেক নেতা এম,এ খসরু আহম্মেদ উকিল, বীর মুক্তিযোদ্ধা মুন্সি গাউছুল হক, সৈয়াদ জান্নাত আলী, মুন্সি তাকিকুজ্জামান।
২নং- কলাতলা ইউনিয়ন-ঃ বর্তমান চেয়ারম্যান শিকদার মতিয়ার রহমান,ইউনিয়ন আ’লীগের সভাপতি বাদশা মিয়া শেখ, সাধারন সম্পাদক মেসকাত, তারা ফকির, আলহাজ্ব ফরিদ উদ্দিন।
৩নং-হিজলা ইউনিয়ন-ঃ বর্তমান চেয়ারম্যান কাজী আজমীর আলী,কাজী আবু শাহীন, ইউনিয়ন আ’লীগের সভাপতি গাজী আফজাল হোসেন,মেহেদী হাসান সবুজ মুন্সি ও জগদীশ বাড়ৈ।
৪নং-শিবপুর ইউনিয়ন বর্তমান চেয়ারম্যান অহিদুজ্জামান কাকা মিয়া,উপজেলা আ’লীর যুগ্ম সম্পাদক শেখ শামীম আনোয়ার বাবু, ইউনিয়ন আ’লীগের সাধারন সম্পাদক মো: অলিউজ্জামান জুয়েল,ছাত্রলীগ সভাপতি রিয়াজুল ইসলাম রিয়াদ মুন্সি।
৫নং- চিতলমারী সদর ইউনিয়ন-ঃ বর্তমান চেয়ারম্যান আলহাজ্ব মো: নিজাম উদ্দিন শেখ, উপজেলা আ’লীগের যুগ্ম- সম্পাদক শেখ কেরামত আলী, রজত শুভ্র রায়, রবিউল ইসলাম খান।
৬নং চরবানিয়ারী ইউনিয়নঃ- বর্তমান চেয়ারম্যান অর্চনা বড়াল ঝর্ণা, সাবেক চেয়ারম্যান মুকুল কৃষ্ণ মন্ডল, ইউনিয়ন আ’লীগের সভাপতি প্রফুল্ল কুমার মন্ডল, শান্তুনু রানা রুবেল, ও মিলন কান্তি বাড়ৈ।
৭নং সন্তোষপুর ইউনিয়নঃ- বর্তমান চেয়ারম্যান সামিয়া রহমান বিউটি,ইউনিয়ন আ’লীগ সাধারন সম্পাদক হরেন দ্রনাথ শিকদার, সাবেক চেয়ারম্যান বিবেকা নন্দ সমাদ্দার।
তবে নৌকার মাঝি যিনি হতে পারবেন তিনিই এ নির্বাচনের বৈতরনী পার হবেন এমনটাই মনে করেন এলাকা্বাসী।