Nabadhara
ঢাকাশুক্রবার , ৫ মার্চ ২০২১
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

নড়াগাতীতে ইসলামী কুইজ ও সাংস্কৃতিক প্রতিযোগীতা অনুষ্ঠিত

MEHADI HASAN
মার্চ ৫, ২০২১ ৯:১৮ অপরাহ্ণ
Link Copied!

মোঃ জিহাদুল ইসলাম, (কালিয়া) নড়াইল প্রতিনিধিঃ

নড়াইলের নড়াগাতী থানার পুটিমারী গ্রামে আলহাজ্জ্ব শিকদার জাহিদুল ইসলামের ব্যাক্তিগত উদ্যোগে দ্বিবার্ষিক ইসলামী কুইজ ও সাংস্কৃতিক প্রতিযোগীতার পুরস্কার বিতরণ করা হয়েছে। ৫ মার্চ (শুক্রবার) বিকেলে তার নিজ বাস ভবনের সামনে এ প্রতিযোগীতার আয়োজন করা হয়।

প্রতিযোগীতায় তিনটি বিভাগে চতুর্থ থেকে দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা অংশগ্রন করে এবং বিশেষ আকর্ষণ হিসাবে বহিরাগতরা ইসলামী কুইজে অংশ নেয়। থানার ইসলামপুর দাখিল মাদ্রাসার সহঃ সুপার কে,এম, ইমরান সাইদীর উপস্থাপনায় ও সরদার সামছুল আলমের সভাপতিত্বে প্রতিযোগিতায় বিচারক মণ্ডলী হিসাবে কলাবাড়ীয়া দারুল আরকাম এবতেদায়ী মাদ্রাসার প্রধান শিক্ষক ও পুটিমারী পূর্বপাড়া জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাও. খাইরুল ইসলাম, লোহাগড়া উপজেলার এম, চাপুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহঃ শিক্ষক ও চাপুলিয়া কেন্দ্রীয় জামে মসজিদের খতিব একরামুল হক শামীম, ফজিলাতুন্নেছা মুজিব উচ্চ বালিকা বিদ্যালয়ের সহঃ শিক্ষক ও টোনা আদর্শ পাড়া জামে মসজিদের খতিব মো. রবিউল ইসলাম এবং খাশিয়াল ইসলামীয়া দাখিল মাদ্রাসার শিক্ষক মাও. আবু তাহের উপস্থিত ছিলেন। বিশেষ অতিথী হিসাবে অত্র গ্রামের গণ্যমান্য ব্যাক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন, মোঃ লিয়াকত আলী, মোঃ হাফিজুর রহমান, শিকদার হারুন-অর-রশিদ, মোঃ জাকির শিকদার, শিকদার জয়নাল আবেদীন, মোঃ মন্টু মিয়া, আমানত শিকদার প্রমুখ।

অনুষ্ঠানের উদ্যোক্তা শিকদার জাহিদুল ইসলাম বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সা) এই পৃথিবীতে এসেছিলেন মানবজাতির অন্ধকার দূর করতে। তিনি ধর্ম, সমাজ, ইসলাম ও মানবজীবনের পূর্ণতা দান করে গেছেন। জগতে আলো ছড়িয়ে অন্ধকারকে জয় করতেই আল্লাহ তাকে প্রেরণ করেন। তার অনুসারী হিসাবে ব্যাক্তিগত উদ্যোগে আমার এ সামান্য প্রয়াস। আয়োজিত ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।

এ সাংস্কৃতিক প্রতিযোগিতায় বহিরাগতসহ চারটি বিভাগ থেকে মোট ৩৫জন প্রতিযোগিকে পুরস্কৃত করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।