মোঃ জিহাদুল ইসলাম, কালিয়া, নড়াইল
নড়াইলের নড়াগাতী থানার দক্ষিণ ডুমুরীয়া গ্রাম থেকে মাহফুজ মোল্যা(১৪) নামে এক কিশোরের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। ৬ মার্চ (শনিবার) ভোর রাতের দিকে নাড়াগাতী থানার পুলিশ ওই কিশোরের বাড়ীর পাশে বাঁশ বাগানের ভিতর গাব গাছ থেকে তার লাশ উদ্ধার করে।
নিহত মাহফুজ ওই গ্রামের মৃত নবীর মোল্যার ছেলে। এলাকাবাসী ও নিহতের পরিবারের সদস্যরা জানান, নিহত মাহফুজ রাজমিস্ত্রির কাজ করত। মোবাইল কেনা নিয়ে মায়ের সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে অভিমান করে বাড়ীর পাশে বাঁশ বাগানে গাব গাছে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করে। নাড়াগাতী থানার ওসি রোখসানা খাতুন জানান, পরিবারের সদস্যদের দেয়া সংবাদের ভিত্তিতে আমরা ঘটনাস্থলে যাই এবং মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে এসেছি। ধারণা করা হচ্ছে মোবাইল কেনার ব্যাপারে শাসন করায় অভিমানে ছেলেটি আত্মহত্যা করেছে।
বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য লাশ ময়না তদন্তের জন্য নড়াইল মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।