মোঃ জিহাদুল ইসলাম, কালিয়া (নড়াইল) প্রতিনিধিঃ
চাচুড়ী পুরুলিয়া উপজেলা বাস্তবায়নের দাবীতে নড়াইলের কালিয়ার চাচুড়ী বাজারে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। উপজেলা বাস্তবায়ন কমিটির আয়োজনে শনিবার ০৬ মার্চ সকালে এ কর্মসূচি পালিত হয়। আটটি ইউনিয়ন নিয়ে এ উপজেলা পরিষদ গঠনের দাবী জানিয়েছেন এলাকাবাসী।
০২নং পুরুলিয়া ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি মোঃ ইদ্রিস মোল্যার সভাপতিত্বে মানববন্ধন শেষে বক্তব্য রাখেন চাচুড়ী ইউনিয়নের চেয়ারম্যান মোঃ সিরাজুল ইসলাম হিরোক, উপজেলা আওয়ামী লীগ নেতা মোঃ জাকাতুর রহমান, চাচুড়ী বাজারের ব্যবসায়ী আবুল কালাম আজাদ, জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য আলমগীর হোসেন, আওয়ামী লীগ নেতা মুন্সি লুৎফার রহমান, ডালিয়া পারভীন সাথী প্রমুখ। বক্তারা বলেন, নবগঙ্গা নদীর পশ্চিমতীর দীর্ঘ দিন ধরে অবহেলিত আছে। ভৌগলিক কারণে কালিয়া ও নড়াইল সদর উপজেলার দুরত্ব বেশি থাকায় এ এলাকার মানুষ সরকারি মৌলিক সেবা পেতে প্রতিনিয়ত বিড়ম্বনার স্বীকার হচ্ছে। অবকাঠামোগত কোন উন্নয়ন নেই।
সে কারনে নড়াইল সদরের শিংগাশোলপুর ও বিছালি ইউনিয়ন এবং কালিয়া উপজেলার মাউলী, বাবরা-হাচলা, চাচুড়ী, পুরুলিয়া, পাচগ্রাম, ও পীরলি সহ মোট আটটি ইউনিয়ন নিয়ে এ উপজেলা পরিষদ গঠনের দাবী করেন তারা।
উল্লেখ্য, ২০১০ সাল থেকে এ উপজেলা পরিষদ গঠনের দাবী করে আসছে এলাকাবাসী।